পশ্চিমবঙ্গে চলছে বিক্ষোভ, ৬ জেলায় ইন্টারনেট বন্ধ
ভারতে নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতায় বিক্ষোভ চলছে। পশ্চিমবঙ্গের একাধিক জেলায় ছড়িয়ে পড়েছে বিক্ষোভ, ঘটছে সহিংসতাও।
পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এক বিবৃতিতে জানিয়েছে, ‘কিছু বহিরাগত শক্তি’ উসকানি দিয়ে সাম্প্রদায়িক সহিংসতা ছড়িয়ে দিচ্ছে। এরই পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গে ছয় জেলায় ইন্টারনেট সেবা বন্ধ করে দিয়েছে রাজ্য সরকার। ইন্টারনেট বন্ধ করে দেওয়া এলাকাগুলোর মধ্যে আছে, উত্তর ২৪ পরগনা জেলার বারাসত এবং বসিরহাট মহকুমা, দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর এবং ক্যানিং মহকুমা, হাওড়া, মুর্শিদাবাদ, মালদা ও উত্তর দিনাজপুর।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল শনিবার রাজ্যবাসীকে আবেদন করেন, গণতান্ত্রিক পথে আন্দোলন করতে। সরকারি সম্পত্তি নষ্ট করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছিলেন তিনি। কিন্তু আজ রোববারেও রাজ্যের বিভিন্ন জেলা ছিল অশান্ত।
আজ রোববার রাজ্য সরকারের দেওয়া বিবৃতিতে জানানো হয়, পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় সাম্প্রদায়িক সহিংসতা ছড়ানোর চক্রান্ত হচ্ছে। রাজ্য সরকারের বারবার আহ্বান সত্ত্বেও কয়েকটি ধর্মীয় সংগঠন বিভিন্ন জায়গায় ঐক্যবদ্ধ ও হাঙ্গামা সৃষ্টির চেষ্টা করছে। তাই আপাতত রাজ্যের শান্তি ও সাধারণ মানুষের স্বার্থে বাতিল করা হয়েছে ইন্টারনেট সেবা।
শনিবার নাগরিকত্ব আইনের প্রতিবাদে বিক্ষোভ শুরু হয় পশ্চিমবঙ্গের একাধিক জেলায়। মুর্শিদাবাদ জেলার কৃষ্ণপুর স্টেশনে জ্বালিয়ে দেওয়া হয় বেশ কয়েকটি ট্রেন। ভাঙচুর করা হয় স্টেশন। এ ছাড়া হাওড়ায় একাধিক এলাকায় তোলপাড় করে উন্মত্ত মানুষ। আগুন লাগানো হয় ১৫টি গাড়িতে। ভাঙচুর করা হয় স্টেশন ও ট্রেন।

কলকাতা সংবাদদাতা