পাঁচ মাসের খুদে ‘ব্যায়ামবিদ’ (ভিডিও)
শিশুরা অনুকরণ করতে পছন্দ করে। বড়দের যা বলতে দেখে, করতে দেখে, অবিকল সে রকম বলা, কাজ করা শিশুদের ভীষণ প্রিয়। সম্প্রতি তেমনই একটি অনুকরণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে সাড়া ফেলেছে।
ওই ভিডিওতে দেখা যায়, একটি শিশু মায়ের সঙ্গে ব্যায়াম করছে। তবে, শিশুটির বয়স মাত্র পাঁচ মাস।
এ বয়সে ব্যায়ামের মতো বিষয় না বুঝলেও মাকে দেখে অনুকরণ করতে দেখা যায় শিশুটিকে। এ ভিডিও নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। এতে বলা হয়েছে, গত ১৯ মে ইনস্টাগ্রামে ভিডিওটি আপলোড করেছেন মিশেল নামের একজন নারী। তিনি পেশায় ব্যায়াম প্রশিক্ষক।
ভিডিওতে দেখা যায়, ঘরের মেঝেতে ব্যায়াম করছেন এক নারী। ঠিক পাশেই রয়েছে তাঁর শিশুসন্তান। শিশুটি কিছুক্ষণ মায়ের দিকে তাকিয়ে থাকে। এরপর হঠাৎ সে-ও মায়ের মতো ‘ব্যায়াম’ করতে শুরু করে।
মা যেভাবে মেঝেতে হাত-পা ঠেকিয়ে প্ল্যাঙ্ক অবস্থানে ছিলেন, ঠিক তেমন করে শিশুটিও ব্যায়াম করার চেষ্টা করে। যেন মায়ের মতো সে-ও একজন খুদে ব্যায়ামবিদ।
এ ভিডিও ক্যাপশনে মিশেল লিখেছেন, ‘আমার পাঁচ মাস বয়সি শিশু নতুন জিনিস শিখছে। মায়ের মতো শক্তিশালী ছেলে। আমি সত্যি ছেলেকে নিয়ে গর্বিত।’
ভিডিওটি আপলোডের পর তা দ্রুত ভাইরাল হয়ে যায়। তিন কোটি ১৭ লাখের বেশি ইনস্টাগ্রাম ব্যবহারকারী ভিডিওটি দেখেন। লাইক দেন ৩০ লাখের বেশি ব্যবহারকারী।