পাকিস্তানের ভিসা পেতে পদদলিত হয়ে ১৫ আফগান নিহত
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/10/21/afgan.jpg)
আফগানিস্তানে ভিসার আবেদন করতে গিয়ে পদদলিত হয়ে কমপক্ষে ১৫ জনের মৃত্যু হয়েছে। ছবি : সংগৃহীত
মহামারি করোনা পরিস্থিতি একটু উন্নতির দিকে যাওয়ায় অনেক দেশই প্রবাসীদের ভিসা কার্যক্রম শুরু করেছে। এবার ভিসার আবেদন করতে গিয়ে পদদলিত হয়ে কমপক্ষে ১৫ জনের মৃত্যু হয়েছে আফগানিস্তানে। নিহতদের ১১ জনই নারী। ওই ঘটনায় আরো অনেকেই আহত হয়েছে। সংবাদমাধ্যম বিবিসি জানায়, পাকিস্তানের ভিসা আবেদনের জন্য কয়েক হাজার মানুষ জড়ো হয়েছিল। সে সময় আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় পাকিস্তানি কনস্যুলেটের কাছে ওই পদদলনের ঘটনা ঘটেছে। এখানে ভিসার জন্য টোকেন সংগ্রহ করতে জড়ো হয়েছিল তিন হাজারের বেশি আফগান নাগরিক।
উল্লেখ্য, প্রতি বছরই আফগানিস্তান থেকে বহু মানুষ চিকিৎসা ও কর্মসংস্থানের জন্য, অথবা দেশের সহিংসতা থেকে বাঁচতে পাকিস্তানে পাড়ি জমায়।
জালালাবাদে সাধারণত ভিসার আবেদন গ্রহণ করা হয়। কিন্তু সম্প্রতি স্থান পরিবর্তন করে একটি স্টেডিয়ামে নেওয়া হয়। আর সেখানেই এ পদদলনের ঘটনা ঘটেছে।