পাকিস্তানে পোলিও কর্মীদের নিরাপত্তায় নিয়োজিত দুজন নিহত
পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে আজ মঙ্গলবার মোটরসাইকেল আরোহী বন্দুকধারীর গুলিতে পোলিও টিকা কর্মীদের নিরাপত্তায় নিয়োজিত দুই পুলিশ সদস্য নিহত হয়েছেন। জিও টিভি অনলাইন এ তথ্য জানায়।
খাইবার পাখতুনখাওয়া প্রদেশের ট্যাংক জেলার কোট আজম এলাকায় বন্দুকধারীর হামলার ঘটনা ঘটে। ২০১২ সাল থেকে শুরু করে এ পর্যন্ত পোলিও টিকাদান কার্যক্রমে হামলায় বহু নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন।
পৃথিবীতে শুধু পাকিস্তান আর আফগানিস্তান থেকেই পোলিও ভাইরাস নিমূল করা সম্ভব হয়নি। গত এপ্রিলে পাকিস্তানে ১৫ মাস পর প্রথম পোলিও রোগী শনাক্ত হয়। এর পর থেকে ১৪ জনের পোলিও ধরা পড়ে।
আজকের বন্দুকধারীর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।