পাঞ্জশির উপত্যকায় বিরোধীদের সঙ্গে তালেবানের সংঘর্ষ
আফগানিস্তানের পাঞ্জশির উপত্যকায় বিরোধী মিলিশিয়া যোদ্ধাদের সঙ্গে তালেবানের সংঘর্ষ হয়েছে। সেখানকার বেশ কয়েকটি এলাকা নিজেদের দখলে নেওয়ার দাবি করেছে তালেবান। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে তালেবানের এক নেতার পোস্টের বরাত দিয়ে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
মুহাম্মদ জালাল নামের ওই তালেবান নেতা টুইটে জানান, বুধবার রাত থেকে পাঞ্জশিরে সংঘর্ষ শুরু হয়। কয়েক ডজনের বেশি তল্লাশিচৌকি তাঁরা দখলে নিয়েছেন।
ওই টুইটে পাঞ্জশিরের একটি ছবি সংযুক্ত করা হয়। সেখানে পাহাড়ের ওপর একটি তল্লাশিচৌকিতে আগুন জ্বলতে দেখা যায়।
আফগানিস্তানের শেষ প্রান্তের প্রদেশ পাঞ্জশির। কাবুলের উত্তরে হিন্দুকুশ পর্বতমালায় এর অবস্থান। গত ১৫ আগস্ট তালেবান রাজধানী কাবুল দখলের মধ্য দিয়ে দেশটির ৩৪ প্রদেশের ৩৩টি দখল করে। তবে এখনো নিয়ন্ত্রণে বাইরে রয়েছে পাঞ্জশির।
কাবুল পতনের পর পাঞ্জশিরে একত্র হচ্ছিলেন তালেবান বিরোধীরা। তাঁদের নেতৃত্ব দিচ্ছেন আফগানিস্তানের প্রয়াত মুজাহিদিন কমান্ডার শাহ আহমদ মাসউদের ছেলে আহমদ মাসউদ।
এর আগে বুধবার তালেবানদের পাঞ্জশির ঘিরে ফেলার খবর জানায় বার্তা সংস্থা রয়টার্স। সেখানে থাকা বিদ্রোহীদের সমঝোতায় আসতে আহ্বান জানান তারা।
বিদ্রোহীদের অস্ত্রসমর্পণ করার নির্দেশনা দিয়ে তালেবান নেতা আমিক খান মোতাক্বি বলেন, আফগানিস্তান ইসলামিক প্রজাতন্ত্র। পাঞ্জশির চারদিক ঘিরে ফেলা হয়েছে বলে সেদিন উল্লেখ করেন আমিক খান মোতাক্বি।
বিদ্রোহীদের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, পশ্চিমা সামরিক জোট ন্যাটো কিংবা মার্কিন সেনাদের সহায়তা নিয়েও তারা তালেবানকে পরাজিত করতে পারবে না। তাই শান্তিপূর্ণভাবে বিষয়টি সুরাহা করার চেষ্টা চলছে।