মস্কো যাচ্ছেন ট্রাম্পের দূত, ইউক্রেন যুদ্ধ বন্ধে চুক্তির আশা
ইউক্রেন যুদ্ধ বন্ধে একটি চুক্তি চূড়ান্ত করার লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী সপ্তাহে তার বিশেষ দূত স্টিভ উইটকফকে মস্কোয় রুশ নেতা ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের জন্য পাঠাচ্ছেন। স্থানীয় সময় মঙ্গলবার (২৫ নভেম্বর) নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প ঘোষণা দেন, এই চুক্তি সম্পন্ন হওয়ার পথে, মাত্র কয়েকটি অমীমাংসিত বিষয় বাকি রয়েছে। বার্তা সংস্থা এএফপির খবর।
ট্রাম্প আশা প্রকাশ করেছেন, এই চুক্তি চূড়ান্ত বা শেষ পর্যায়ে এলে তিনি খুব শিগগিরই পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করবেন। এ সময় তিনি জানান, উইটকফের সঙ্গে মস্কো সফরে তার জামাতা জ্যারেড কুশনারও যোগ দিতে পারেন।
এর আগে যুদ্ধ বন্ধে ট্রাম্পের প্রাথমিক শান্তি পরিকল্পনাটি রাশিয়ার পক্ষে বেশি ঝুঁকে থাকায় বিতর্কের সৃষ্টি হয়েছিল। পরে ইউক্রেনের স্বার্থকে আরও বেশি অন্তর্ভুক্ত করে সংশোধিত একটি পরিকল্পনা তৈরি করা হয়েছে। মার্কিন কর্মকর্তারা বলছেন, এই পরিকল্পনাটি ‘উল্লেখযোগ্যভাবে উন্নত’। সংশোধিত চুক্তিতে ইউক্রেনের ভবিষ্যৎ সামরিক বাহিনীর সদস্য সংখ্যা ৬ লাখ থেকে বাড়িয়ে ৮ লাখ করার প্রস্তাব করা হয়েছ। ইউক্রেনের সমঝোতাকারীও চুক্তির মূল বিষয়ে বোঝাপড়ার কথা জানিয়েছেন।
তবে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁসহ ইউরোপীয় নেতারা সমস্যা সমাধানের তড়িঘড়ি করার বিষয়ে সংশয় প্রকাশ করেছেন। এদিকে শান্তি আলোচনার মধ্যেই মঙ্গলবার রাতে ইউক্রেনের ঝাপোরিঝিয়াতে বড় হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত ১২ জন আহত হয়েছেন।

এনটিভি অনলাইন ডেস্ক