পিছু হটার ভান করে ইউক্রেনীয় সৈন্যদের সম্মুখ যুদ্ধে প্রলুব্ধ করছে রাশিয়া
রাশিয়ার সৈন্যরা খেরসন অঞ্চলে পিছু হটার ভান করে ইউক্রেনীয় সৈন্যদের সম্মুখ যুদ্ধে প্রলুব্ধ করছে বলে দাবি করেছেন ইউক্রেনের সেনাবাহিনীর মুখপাত্র নাতালিয়া হুমেনিউক।
স্থানীয় সময় রোববার নাতালিয়া জানিয়েছেন, ইউক্রেনের দক্ষিণাঞ্চলের শহরগুলোতে রুশ সৈন্যরা এই কৌশল অবলম্বন করছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
নাতালিয়া ইউক্রেনীয় সংবাদমাধ্যমগুলোকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ‘রুশ সৈন্যরা সবাইকে প্রভাবিত করার চেষ্টা করছে যে—তাঁরা পিছু হটেছে। কিন্তু একই সময়ে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো—তাঁরা আগের জায়গাতেই অবস্থান করছে।’
নাতালিয়া আরও বলেছেন, ‘যেসব এলাকা থেকে তাঁরা সরে গেছে বলে জানিয়েছে, সেসব এলাকায় এখনো তাদের ঘাঁটি রয়েছ এবং সেখানে বিপুল পরিমাণ সমরাস্ত্র মজুত রয়েছে। একই সঙ্গে তাদের যুদ্ধ করার সব প্রস্তুতিও সেখানে নেওয়া রয়েছে। তাদের যুদ্ধ কৌশল এবং সমরাস্ত্র এমনভাবে প্রস্তুত রাখা হয়েছে যাতে তাঁরা নদীর (নিপার নদী) বাম তীর থেকে ডান তীরের যুদ্ধেও সহায়তা দিতে পারে।’
ইউক্রেনীয় সেনাবাহিনীর এই মুখপাত্র আরও বলেন, ‘আমরা বুঝতে পারছি যে, রুশরা একটি ভ্রম তৈরি করে আমাদের বোঝানোর চেষ্টা করছে যে—তাঁরা সেখানে নেই। যাতে ইউক্রেনীয় সৈন্যরা ওই সব অবস্থানের কাছাকাছি যায়। এবং সেখানে যাওয়া মাত্রই তীব্র যুদ্ধ শুরু হয়ে যাচ্ছে।’
তিনি আরও বলেন, ‘এই কারণেই তাঁরা আমাদের যে বয়ান বোঝানোর চেষ্টা করছে, তার বিপরীতে গিয়ে নিজেদের কৌশল দাঁড় করানোর চেষ্টা করছি।’