ফিলিস্তিনি কমান্ডার হত্যার জবাবে গাজা থেকে ইসরায়েলে রকেট বৃষ্টি
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2019/11/13/gaza-to-israel.jpg)
ফিলিস্তিনি ইসলামিক জিহাদের অন্যতম শীর্ষ কমান্ডার বাহা আবু আল-আতা ইসরায়েলি হামলায় নিহত হওয়ার জবাবে অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ইসরায়েলের ওপর ব্যাপক রকেট হামলা চালানো হয়েছে।
সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের দাবি, গতকাল মঙ্গলবার ইসরায়েল গাজা উপত্যকায় বাহা আবু আল-আতার বাড়িতে বিমান হামলা চালিয়ে তাঁকে সস্ত্রীক হত্যা করে। ওই হামলায় বাহা আবু আল-আতার দুই সন্তানসহ তিনজন আহত হয়। ইরানি সংবাদমাধ্যম পার্স টুডে ও ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এসব তথ্য জানিয়েছে।
ফিলিস্তিনি ইসলামিক জিহাদের এই কমান্ডার নিহত হওয়ার পর গাজা উপত্যকা থেকে ইসরায়েলের ওপর ব্যাপকভাবে রকেট হামলা চালানো হয়।
গাজা থেকে ছোড়া এসব রকেট ইসরায়েলের বিভিন্ন ভবনে আঘাত হানে এবং কয়েকটি মহাসড়কের ওপর বিস্ফোরিত হয়। এতে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। এ ছাড়া রকেট হামলায় কোনো কোনো ভবনে আগুন ধরে যায়।
এদিকে গতকাল মঙ্গলবার ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে একটি ভিডিও ক্লিপ পোস্ট করে ক্যাপশনে লেখা হয়েছে, ‘গাজা থেকে ইসলামিক জিহাদ জঙ্গিরা সকাল থেকেই ব্যাপক হারে রকেট হামলা চালিয়েছে। এই হামলার কারণে ১০ লাখেরও বেশি ইসরায়েলিকে আশ্রয়কেন্দ্রে পাঠানো হচ্ছে। প্রচুর মানুষ আহত হয়েছেন। অনেক স্থাপনা ধ্বংস হয়ে গেছে। গাজা থেকে হওয়া এমন সন্ত্রাসী কর্মকাণ্ড মেনে নেওয়ার মতো নয়। ইসরায়েল তার জনগণকে সুরক্ষা দিয়ে যাবে।’