বাইডেনের জয়ের খবর পড়তে গিয়ে কাঁদলেন সংবাদপাঠক (ভিডিও)
উৎকণ্ঠা আর অপেক্ষার পর জো বাইডেন চূড়ান্ত বিজয়ী হয়েছেন। বাইডেনের জয়ের খবর পড়তে গিয়ে মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনএনের সংবাদপাঠক অ্যান্থনি ভ্যান জোন্সকে আবেগে কাঁদতে দেখা গেছে।
পেশাদ্বারত্বের চাপ উপেক্ষা করে কাঁপা গলায় জোন্সকে বলতে শোনা যায়, ‘আজ খুব ভালো একটা দিন। নতুন একটা যুগের সূচনা হলো। আমেরিকাবাসী দেখিয়ে দিল একজন ভালো মানুষ হওয়াই সবচেয়ে বড় বিষয়।’
জর্জ ফ্লয়েডের প্রসঙ্গ তুলে অনেক কষ্টে নিজেকে সামলে অ্যান্থনি ভ্যান জোন্স বলেন, ‘ওই ঘটনাটাকে শুধু জর্জ ফ্লয়েডের ঘটনা হিসেবে দেখা উচিত নয়। জর্জের দমবন্ধ হয়ে আসছিল। দমবন্ধ হয়ে আসছিল আরো অনেক মানুষের।’
সংবাদপাঠকেরা সাধারণত অটোকিউ (সামনে স্ক্রিনের লেখা) দেখে খবর পড়ে থাকেন। কিন্তু হঠাৎ কোনো বড় ঘটনা ঘটে গেলে তাৎক্ষণিক নিজের থেকে কিছু বলতে হয়। টকব্যাকে (ইয়ারফোন) প্রযোজকেরা এই নির্দেশনা দিয়ে থাকেন।
জোন্স এদিন অটোকিউ দেখেননি। সামনের দিকে, যেখানে অটোকিউ থাকার কথা, সেখানে তাকাতেও পারেননি। চোখ মুছতে মুছতে নিজের ডানদিকে ‘লুক’ দিয়ে থেকে থেকে কাঁদেন আর কথা বলেন, ‘এখন মনে হচ্ছে আমেরিকায় শান্তি ফিরে এলো। নতুন করে বাঁচার রসদ পেল মানুষ। একটা নতুন সূর্যোদয় দেখল আমেরিকাবাসী।’

এনটিভি অনলাইন ডেস্ক