যুক্তরাষ্ট্রে সরকারি অচলাবস্থা অবসানে সিনেটে বিল পাস
যুক্তরাষ্ট্রের সিনেটে গুরুত্বপূর্ণ অর্থায়ন বিল পাস হয়েছে, যা দেশটির ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে চলা সরকারি অচলাবস্থা (গভর্নমেন্ট শাটডাউন) কয়েক দিনের মধ্যে শেষ করার পথ খুলে দিয়েছে। খবর বিবিসির
স্থানীয় সময় সোমবার (১০ নভেম্বর) রাতে অনুষ্ঠিত ভোটে বিলটি ৬০-৪০ ব্যবধানে পাস হয়। রিপাবলিকান সিনেটরদের প্রায় সবাই ও ডেমোক্র্যাটিক পার্টির আটজন সিনেটর দলের মতের বাইরে গিয়ে বিলটির পক্ষে ভোট দেন। এই চুক্তির ফলে আগামী জানুয়ারি মাস পর্যন্ত ফেডারেল সরকারের অর্থায়ন নিশ্চিত হবে।
আরও পড়ুন : যুক্তরাষ্ট্রে ‘শাটডাউন’ অবসানে সিনেটে সমঝোতা
বিলটি এখন হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে (প্রতিনিধি পরিষদ) পাস হওয়ার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরের জন্য যাবে। তবে ট্রাম্প আগেই বিলটিতে সম্মতি দেওয়ার ইঙ্গিত দিয়েছেন।
বিলটি প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন সিনেটর সুসান কলিন্স। বিল পাসের পর তিনি বলেন, আমরা সরকারকে পুনরায় সচল করতে যাচ্ছি। ফেডারেল কর্মীরা তাদের অর্জিত ও প্রাপ্য ক্ষতিপূরণ পাবেন।
অক্টোবর মাস থেকে শুরু হওয়া এই অচলাবস্থার কারণে প্রায় ১৪ লাখ ফেডারেল কর্মচারী হয় বিনা বেতনে ছুটিতে ছিলেন, নয়তো বেতন ছাড়াই কাজ করছিলেন। শাটডাউনের কারণে খাদ্য সহায়তাসহ বিভিন্ন জরুরি সরকারি পরিষেবা ব্যাহত হচ্ছিল। এই বিলটিতে সব ফেডারেল কর্মীকে শাটডাউনের সময়ের জন্য বকেয়া বেতন দেওয়ার গ্যারান্টি অন্তর্ভুক্ত করা হয়েছে ও খাদ্য সহায়তা কর্মসূচির জন্য অর্থায়ন আগামী সেপ্টেম্বর পর্যন্ত নিশ্চিত করা হয়েছে।
আরও পড়ুন : বিবিসির বিরুদ্ধে ১০০ কোটি ডলার ক্ষতিপূরণ মামলার হুমকি ট্রাম্পের
বিলটি এখন রিপাবলিকান নিয়ন্ত্রিত হাউসে যাবে। আগামীকাল বুধবার (১২ নভেম্বর) থেকে সেখানে এটি নিয়ে আলোচনা শুরু হবে। প্রেসিডেন্ট ট্রাম্প বিলটি পাস হলে স্বাক্ষর করতে ইচ্ছুক বলে জানিয়েছেন। একই সঙ্গে এটিকে ‘খুব ভালো চুক্তি’ হিসেবে আখ্যা দিয়েছেন তিনি।

এনটিভি অনলাইন ডেস্ক