সোমালিল্যান্ডকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ইসরায়েলের স্বীকৃতি
সোমালিল্যান্ডকে ‘স্বাধীন ও সার্বভৌম’ রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে ইসরায়েল। শুক্রবার (২৬ ডিসেম্বর) এই স্বীকৃতি দেওয়ার পাশাপাশি ইসরায়েল কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠায় তাদের সঙ্গে একটি চুক্তিও স্বাক্ষর করেছে। অন্যদিকে, আফ্রিকা মহাদেশের এই অঞ্চলটির নেতা প্রথমবারের মতো আনুষ্ঠানিক স্বীকৃতি পেয়ে ইসরায়েলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। খবর বার্তা সংস্থা এএফপির।
১৯৯১ সালে সোমালিয়া থেকে আলাদা হয়ে স্বাধীনতার ঘোষণা দেয় সোমালিল্যান্ড। তবে আন্তর্জাতিক স্বীকৃতির জন্য কয়েক যুগ ধরে অপেক্ষা করছিল এই ভূখণ্ডের নিয়ন্ত্রণকারীরা। গত বছর প্রেসিডেন্ট হিসেবে আবদি রহমান মোহামেদ আবদুল্লাহি ক্ষমতা নেওয়ার পর থেকে বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছিল।
এদিকে, সোমালিয়ার প্রধানমন্ত্রীর অফিসের দুটি সূত্র জানিয়েছে, এই স্বীকৃতির পরপরই সন্ধ্যায় জরুরি বৈঠকে বসে সরকার। পাশাপাশি আরও বেশ কয়েকটি দেশ ইসরায়েলের এই সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে।
একটি সূত্র জানায়, গোষণার পর থেকে সোমালিয়া তার আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছে এবং ইস্যুটি নিয়ে কথা বলছে।
ইসরায়েলে প্রধানমন্ত্রীর অফিস বলেছে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সোমালিল্যান্ড প্রজাতন্ত্রকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছেন। ইসরায়েলই প্রথম দেশ হিসেবে তাদের এই স্বীকৃতি দিল।
নেতানিয়াহুর অফিস থেকে আরও জানানো হয়, আব্রাহাম চুক্তির চেতনার আলোকে এই ঘোষণা দেওয়া হয়েছে। এর আগে একই চেতনা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে মধ্যপ্রাচ্যের আরও বেশ কিছু দেশের সঙ্গে চুক্তি করে ইসরায়েল। স্বীকৃতির পাশাপাশি সোমালিল্যান্ডের প্রেসিডেন্ট আবদি রহমান আবদুল্লাহিকে ইসরায়েল সফরের আমন্ত্রণও জানানো হয়েছে।
আবদি রহমান আবদুল্লাহি ইসরায়েলের এই পদক্ষেপকে অভিনন্দন জানিয়ে বলেছেন, এই উদ্যোগ কৌশলগত অংশীদারত্ব প্রতিষ্ঠার সূচনা প্রক্রিয়া।

এনটিভি অনলাইন ডেস্ক