ইরানের বিরুদ্ধে ‘পূর্ণাঙ্গ যুদ্ধ’ চালাচ্ছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল-ইউরোপ : মাসুদ পেজেশকিয়ান
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দাবি করেছেন, তাঁর দেশ বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইউরোপীয় শক্তির সঙ্গে একটি ‘পূর্ণাঙ্গ যুদ্ধে’ লিপ্ত। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। খবর আল জাজিরার।
শনিবার (২৭ ডিসেম্বর) দেওয়া এই বক্তব্যে পেজেশকিয়ান বর্তমান উত্তেজনাকে অত্যন্ত জটিল বলে উল্লেখ করেন। পেজেশকিয়ান বলেন, ‘বর্তমানে আমরা যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইউরোপের সঙ্গে একটি পূর্ণাঙ্গ যুদ্ধে আছি। তারা চায় না যে আমাদের দেশ নিজের পায়ে দাঁড়াক।’ তিনি এই পরিস্থিতিকে ১৯৮০-১৯৮৮ সালের ইরান-ইরাক যুদ্ধের চেয়েও ভয়াবহ বলে বর্ণনা করেন।
পেজেশকিয়ানের মতে, বর্তমান ঘোষিত এই যুদ্ধ অতীতের প্রথাগত যুদ্ধের তুলনায় অনেক বেশি জটিল ও কঠিন।
পশ্চিমা নিষেধাজ্ঞা ও সাম্প্রতিক হামলার পরও ইরানের সামরিক বাহিনী আগের চেয়ে শক্তিশালী বলে দাবি করেন ইরানের প্রেসিডেন্ট। তিনি বলেন, সরঞ্জাম ও জনবলের দিক থেকে ইরান এখন আরও উন্নত অবস্থানে রয়েছে। যদি শত্রুরা আবারও হামলার চেষ্টা করে, তবে ইরান আরও কঠোর ও দৃঢ়ভাবে তার জবাব দেবে।
গত জুন মাসে ইরান ও ইসরায়েলের মধ্যে ১২ দিনের তীব্র যুদ্ধ হয়েছিল, যাতে এক হাজারেরও বেশি মানুষ হতাহত হয়। পরবর্তীতে মার্কিন যুক্তরাষ্ট্রও ইসরায়েলের সঙ্গে যোগ দিয়ে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায়। এর ফলে পারমাণবিক কর্মসূচি নিয়ে শুরু হওয়া আলোচনা পুরোপুরি স্থগিত হয়ে যায়। ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে ফেরার পর ইরানের ওপর ‘সর্বোচ্চ চাপ’ নীতি পুনরায় চালু করেছেন।
এই প্রেক্ষাপটে সোমবার (২৯ ডিসেম্বর) ফ্লোরিডায় ট্রাম্পের সঙ্গে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বৈঠক হওয়ার কথা রয়েছে।
ধারণা করা হচ্ছে, এই বৈঠকে নেতানিয়াহু ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির ওপর বড় ধরনের সামরিক অভিযান চালানোর জন্য ট্রাম্পকে রাজি করানোর চেষ্টা করবেন।

এনটিভি অনলাইন ডেস্ক