বাড়িতে পেলোসির স্বামীর ওপর আততায়ীর হামলা, খুঁজছিলেন তাঁকেও

যুক্তরাষ্ট্রের হাউস অফ রিপ্রেজেন্টেটিভের স্পিকার ন্যান্সি পেলোসির স্বামী তাদের সান ফ্রান্সিসকোর বাসার গুরুতর হামলার শিকার হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন পেলোসির অফিস ও আইন প্রয়োগকারী সংস্থাগুলো।
সান ফ্রান্সিসকোর পুলিশ প্রধান উইলিয়াম স্কট জানিয়েছেন, শুক্রবার ৮২ বছর বয়সী পল পেলোসিকে মাথায় আঘাত করতে হাতুড়ি ব্যবহার ব্যবহার করেছিল হামলাকারী। পুলিশ জানায় হামলাকারীর নাম ডেভিড ডিপাপে যার বয়স ৪২ বছর। হামলার সময় সে বাড়িতে ঢুকে ‘ন্যান্সি কোথায়?’ বলে চিৎকার করছিল।
এদিকে, হামলাকারী ডিপাপে-কে পাঠানো হয়েছে সান ফ্রান্সিকো জেলখানায়। তার বিরুদ্ধে মারাত্মক অস্ত্রের সাহায্যে হামলা, জীবননাশের উদ্দেশে হামলা, বয়স্কদের আঘাত, চুরিসহ অন্যান্য অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
সান ফ্রান্সিসকো পুলিশ প্রধান স্কট জানান, এই ঘটনা গতানুগতিক কোনো ঘটনা নয়, উদ্দেশ্য প্রণোদিতভাবে এই বাজে কাজটি করা হয়েছে। পুলিশ যখন বাড়িটিতে যায় তখন পল পেলোসি ও সন্দেহভাজন ব্যক্তিকে হাতুড়ি ধরে থাকতে দেখে। এ সময় পুলিশ সদস্যরা ওই ব্যক্তিকে আটক করে এবং পল পেলোসির চিকিৎসার ব্যবস্থা করে।

এদিকে, শুক্রবারই পল পেলোসির মাথায় সফলভাবে অস্ত্রোপচার করা হয় এবং আশা করা করা হচ্ছে তিনি পুরোপুরি সেরে ওঠবেন।