বিশ্বজুড়ে নববর্ষ উদযাপন
পুরানো বছরকে পেছনে ফেলে নতুন বছরকে স্বাগত জানিয়েছে বিশ্ববাসী। আতশবাজি, গান ছাড়াও নানা আয়োজনের মধ্য দিয়ে বিদায় জানানো হয় ২০২২। লন্ডন, ব্যাংকক, ইন্দোনেশিয়া, দক্ষিণ কোরিয়া ছাড়াও বিশ্বের আরও অনেক দেশে দেখা যায় নববর্ষের মনোমুগ্ধকর আয়োজন।
করোনাভাইরাস মহামারির কালো ছায়াকে পেছোনে ফেলে নববর্ষকে স্বাগতম জানায় বিশ্বের কোটি কোটি মানুষ। পর পর দুবছর ইংরেজি নতুন বর্ষ উদযাপন দেখেনি বিশ্ব। তবে, এবার সেই শঙ্কা কাটিয়ে পুরো উল্লাসে মেতে ওঠে বিশ্ববাসী।
লন্ডনের এলিজাবেত টাওয়ারে ১২টা বাজার সঙ্গে সঙ্গে শুরু হয় আতশবাজির জমকালো আয়োজন। আলোয় সেজে ওঠে চারপাশ।
সিডনিতে নতুন বছরের উদযাপন বরাবরের মতো জমকালো দেখা যায়। সিডনির পাশাপাশি নতুন বছরকে স্বাগত জানিয়েছে দেশটির কুইন্সল্যান্ড প্রদেশও। পুরো কুইন্সল্যান্ড যেন এক আলোকসজ্জার নগরীতে পরিণত হয়। হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আনন্দ-উল্লাসে মেতে ওঠে।
ইন্দোনেশিয়ার বালি দ্বীপের নতুন বছর বরণে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয় সেখানের হাজার হাজার বাসিন্দা। নাচ গানের মাধ্যমে নতুন বছরকে বরণ করতে দেখা যায় তাদের।
নতুন বছরকে স্বাগত জানানোর আয়োজনে পিছিয়ে ছিল না দুবাইও। বুর্জ খালিফায় আতোশবাজি এবং লাইটিংয়ের আয়োজন দেখা যায়।
দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলেও দেখা যায়, বর্ষবরণের অন্যরকম উদযাপন। এখনে আতশবাজির পাশাপাশি ছিল ড্রোনের আয়োজনও। সিউলের রাস্তা, অলিগলি আর অভিজাত এলাকায় নামে হাজার হাজার মানুষের ঢল।
আতশবাজির আলোয় উজ্জ্বল হয়ে ওঠে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের আকাশ, যা উপভোগ করতে দেখা যায় দেশটি বাসিন্দাদের।
এদিকে, জমকালোভাবেই প্রস্তুতি নেওয়া হয় নিউইয়র্কের টাইমস স্কয়ারে। হাজার হাজার মানুষ জড়ো হয় আলোর ঝলকানি ও আনন্দ উৎসবে মেতে উঠতে।