বিশ্বের প্রথম দেশ হিসেবে নতুন বছরকে বরণ করল নিউজিল্যান্ড

২০১৯ সালকে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত জানাতে দেশে দেশে চলছে বর্ণিল উৎসব। বিশ্বের প্রথম দেশ হিসেবে ২০২০ সালকে বরণে আতশবাজির উৎসবে মেতেছে নিউজিল্যান্ড।
নতুন বছরকে স্বাগত জানাতে আতশবাজির আলোকছটায় উজ্জ্বল হয়েছে অকল্যান্ডের স্কাই টাওয়ার। মঙ্গলবার স্থানীয় সময় রাত ১২টা বাজার সঙ্গে সঙ্গে শুরু হয় আতশবাজির এই উৎসব। দেশটির সব শহরেই ছিল আলোকসজ্জা আর আলোক ঝলকানি।
একই চিত্র দেখা গেছে অস্ট্রেলিয়ায়ও। ভয়াবহ দাবানল নিয়ে চলমান সংকটের মধ্যেও থেমে থাকেনি সেখানে নতুন বছরকে বরণ করার আনন্দ।
বুধবারের প্রথম প্রহরে আলোকসজ্জা উপভোগ করেছেন স্থানীয়দের সঙ্গে হাজারো পর্যটক। আতশবাজির ঝলকানিতে আলোকিত হয়ে ওঠে গোটা সিডনি। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড ছাড়াও উৎসবে মেতেছে ভারত, পাকিস্তান, চীন, জাপান, হংকং, মালয়েশিয়া ও সিঙ্গাপুর।
বর্ণিল আয়োজনে নতুন বছরকে বরণ করে নেয় ইউরোপবাসী।
এদিকে, নতুন বছরকে বরণ করে নিতে যুক্তরাষ্ট্রে জমকালো আর চোখ ধাঁধানো আলোকসজ্জা ও আতশবাজির আয়োজন নিয়ে চলছে ক্ষণগণনা।