বোমা হামলায় কাবুলের ডেপুটি গভর্নর নিহত
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/12/15/kabul.jpg)
কাবুলের আইনশৃঙ্খলা বাহিনীর ফাইল ছবি।
গাড়িবোমা হামলায় আফগানিস্তানের রাজধানী কাবুলের ডেপুটি গভর্নর মাহবুবুল্লাহ মোহেবি নিহত হয়েছেন। অজ্ঞাত কেউ তাঁর গাড়িতে আগে থেকেই বোমা বেঁধে রেখেছিল। বার্তা সংস্থা রয়টার্স ও সংবাদমাধ্যম আলজাজিরা এ তথ্য জানিয়েছে।
সরকারি সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানায়, নিরাপত্তারক্ষীসহ আজ মঙ্গলবার গাড়িতে করে গন্তব্যে যাওয়ার সময় ডেপুটি গভর্নরের গাড়িতে বিস্ফোরণ ঘটে। এতে ডেপুটি গভর্নর মোহেবি নিহত হন। দুই নিরাপত্তারক্ষী গুরুতর আহত হয়েছে বলে জানা গেছে।
তাৎক্ষণিকভাবে এ ঘটনায় কোনো গোষ্ঠী দায় স্বীকার করেনি।
এর আগে গত সপ্তাহে আফগান সরকারের একজন কৌঁসুলি কর্মস্থলে যাওয়ার পথে অজ্ঞাত ব্যক্তির গুলিতে নিহত হন।