ব্রেক্সিট : ইইউর সঙ্গে বিচ্ছেদ সেরে নতুন যুগে যুক্তরাজ্য

সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছিল আগেই। ব্রেক্সিট সম্পূর্ণ হলো। ৩১ ডিসেম্বর পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বেশকিছু নীতিমালা অনুসরণ করত যুক্তরাজ্য। বছরের শেষ মধ্যরাতে ইউরোপ থেকে বিচ্ছিন্ন হলো বরিস জনসনের দেশটি।
এবার যুক্তরাজ্য থেকে ইউরোপের কোনো দেশে যেতে গেলে ভিসা লাগবে। ইউরোপ থেকে যুক্তরাজ্যে গেলে একটি নির্দিষ্ট সময় ভিসা ছাড়া থাকা যাবে। তার বেশি সময় থাকতে হলে ভিসা নিতে হবে। সংবাদমাধ্যম বিবিসি ও ডয়চে ভেলের খবরে এসব তথ্য জানানো হয়েছে।
যুক্তরাজ্যের ব্রেক্সিটের সিদ্ধান্ত কতটা যুক্তিযুক্ত, তা নিয়ে যথেষ্ট বিতর্ক আছে। বস্তুত, ৩১ ডিসেম্বর রাতেও সে বিতর্ক উসকে দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। নববর্ষের বক্তৃতায় তিনি বলেছেন, যুক্তরাজ্য শুধু ফ্রান্সের প্রতিবেশী নয়, বন্ধু দেশ। ব্রেক্সিটের পর কীভাবে সেই সম্পর্ক বজায় থাকবে, তা নিয়ে ফ্রান্স উদ্বিগ্ন।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন অবশ্য উচ্ছ্বাস প্রকাশ করেছেন। নতুন বছর উপলক্ষে বক্তৃতায় বরিস বলেছেন, যুক্তরাজ্য একটি স্বাধীন, আন্তর্জাতিকতাবাদে বিশ্বাসী রাষ্ট্রে পরিণত হলো। স্বাধীনভাবে এবার বাণিজ্যে অংশ নেওয়া যাবে।
৩১ ডিসেম্বর রাত ১১টার সময়েই সরকারিভাবে ইউরোপ থেকে বিদায় নেয় যুক্তরাজ্য। কারণ তখন ব্রাসেলসের ঘড়িতে ১২টা বাজে। ব্রাসেলস যেহেতু ইউরোপীয় ইউনিয়নের প্রাণকেন্দ্র, তাই তাদের সময়েই যুক্তরাজ্যকে বিদায় নিতে হয়।