‘ভুটানের জমিতে’ চীনের চার গ্রাম?

চীন ভুটানের ভূখণ্ডের কিছু এলাকা দখলে নিয়ে এক বছরের মধ্যেই সেখানে অন্তত চারটি গ্রাম গড়ে তুলেছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া উপগ্রহের কয়েকটি ছবির বরাত দিয়ে জানিয়েছে বেশ কয়েকটি ভারতীয় গণমাধ্যম।
ডিট্রেসফা নামের এক অ্যাকাউন্ট থেকে টুইট করা উপগ্রহের কয়েকটি ছবিতে চীন ভুটান ভূখণ্ডের ভেতর ১০০ কিলোমিটার এলাকায় গ্রামগুলো বানিয়েছে বলে দাবি করা হয়। খবর এনডিটিভির।
যেখানে ওই গ্রামগুলো বানানো হয়েছে, সেটি বিরোধপূর্ণ ডোকলামের কাছে; ২০১৭ সালে এই ডোকলামেই চীন ও ভারতের সেনাদের মধ্যে সংঘর্ষ হয়েছিল।
ভুটানের সঙ্গে চীনের সীমান্ত বিরোধ দীর্ঘদিনের। যে এলাকায় গ্রাম বানানো হয়েছে বলে দাবি করা হচ্ছে চীনও সেই এলাকার দাবিদার।
এদিকে আনন্দবাজার জানিয়েছে, ভুটানের যে এলাকায় চীন নির্মাণকাজ চালাচ্ছে বলে দাবি করা হচ্ছে, সেই এলাকাকে ‘চিকেনস নেক’ বলা হয়। এলাকাটির ভৌগোলিক অবস্থান, অর্থনৈতিক ও আন্তর্জাতিক গুরুত্ব ব্যাপক হওয়ায় উপগ্রহের চিত্র নয়াদিল্লির উদ্বেগ অনেকটাই বাড়াবে।
চীন ওই এলাকায় বিপুল সৈন্য মোতায়েন করেছে বলেও অনুমান বিশেষজ্ঞদের, বলেছে তারা।
