ভূমিকম্পে কেঁপে উঠল জাপান

জাপানে মাঝারি মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। সোমবার স্থানীয় সময় ভোরে রিখটার স্কেল ৫ দশমিক ৩ মাত্রার এই ভূমিকম্প আঘাত হানে।
সংবাদমাধ্যম আনাদলু এজেন্সি এক প্রতিবেদনে জানিয়েছে, দেশটির আবহাওয়া অধিদপ্তরের এক বিবৃতিতে বলা হয়, রাজধানী টোকিওর উত্তর-পূর্বে অবস্থিত ইবারাকি অঞ্চলের পূর্বদিকে ভূপৃষ্ঠের প্রায় ১০০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল।
তবে ভূমিকম্পের ঘটনায় এখন পর্যন্ত কোনো ক্ষয়-ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি। এ ছাড়া কোনো সুনামি সতর্কতাও জারি করা হয়নি