ভেনেজুয়েলার নির্বাচনে মাদুরোর জয়, বিরোধীদের বর্জন
ভেনেজুয়েলার নির্বাচনে বড় জয় পেয়েছে বর্তমান প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর নেতৃত্বাধীন জোট। তবে প্রধান বিরোধী দলগুলো এ নির্বাচন বর্জন করেছে। এ নির্বাচনে জিতে পুরো দেশের রাজনৈতিক ব্যবস্থার ওপরে মাদুরোর একচ্ছত্র প্রভাব প্রতিষ্ঠা হলো।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, ভেনেজুয়েলার জাতীয় নির্বাচন কাউন্সিল সূত্র বলছে, এখন পর্যন্ত ৮০ শতাংশ ভোট গণনা হয়েছে। যার মধ্যে ৬৭.৬ শতাংশ ভোটই পেয়েছে মাদুরোর নেতৃত্বাধীন জোট।
নির্বাচন বর্জন করেন দেশের প্রধান বিরোধীদলীয় নেতা জুয়ান গুয়াইদো। দুই বছর ধরে ভেনেজুয়েলার ক্ষমতা গ্রহণ নিয়ে মাদুরোর সঙ্গে লড়াই করে আসছেন তিনি।
মাদুরোর বিপরীতে আলাদা সরকার গঠনের ডাকও দিয়েছিলেন গুয়াইদো। যুক্তরাষ্ট্রসহ অর্ধশতাধিক দেশের সমর্থনও পেয়েছিল তাঁর সরকার। তখন ভেনেজুয়েলা হয়ে উঠেছিল একটি দুই সরকারের দেশ।