ভ্যাটিকান সিটিতে করোনাভাইরাসের হানা
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/03/06/vatican-pic.jpg)
ইতালির প্রাণকেন্দ্র রোমান ক্যাথলিক গির্জার বিশ্ব সদর দপ্তর ভ্যাটিকান সিটিতে হানা দিয়েছে নভেল করোনাভাইরাস। আজ শুক্রবার ভ্যাটিকানের পক্ষ থেকে জানানো হয়, ভ্যাটিকানে এক ব্যক্তির শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে।
বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, পোপের দেশ ভ্যাটিকানে এটাই করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার প্রথম ঘটনা। তবে ভ্যাটিকানের পক্ষ থেকে এ ব্যাপারে বিস্তারিত কিছু জানানো হয়নি।
খবরে বলা হয়, ভ্যাটিকান সিটির একটি ক্লিনিকে করোনাভাইরাসে আক্রান্ত একজনকে শনাক্ত করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ওই ক্লিনিকে শুধুমাত্র দুর্ঘটনা ও জরুরি বিভাগ খোলা থাকবে। এর বাইরে অপ্রয়োজনীয় সব ধরনের সাক্ষাৎ বাতিল করেছে ক্লিনিক কর্তৃপক্ষ।
এদিকে প্রাণঘাতী এ ভাইরাসের সঙ্গে লড়ছে ইতালি। আর এমন সময় ভ্যাটিকান থেকে এই দুঃসংবাদটি এলো।
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ইতালিতে নতুন করে আরো ৪১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা গিয়ে দাঁড়ালো ১৪৮ জনে। যা মৃতের সংখ্যার দিক দিয়ে চীনের বাইরে এটা দ্বিতীয় সর্বোচ্চ।
গত ডিসেম্বরে এই ভাইরাস দেখা দেওয়ার পর চীনে প্রায় তিন হাজারের বেশি মানুষ মারা গেছে।
এই ভাইরাসটি ইতালির ২২টি অঞ্চলে ছড়িয়ে পড়েছে। রোমের স্কুল, কলেজ বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে ও প্রায় ৮.৪ বিলিয়ন ডলারের উদ্ধার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।