মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে আজ ঈদ
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/07/31/eid.jpg)
মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে আজ শুক্রবার পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। নভেল করোনাভাইরাসজনিত মহামারির কারণে নানা বিধিনিষেধের মধ্য দিয়ে এবার ঈদ উদযাপন করতে হচ্ছে। স্বাস্থ্যবিধি মেনে এবার হজও পালন করছেন মাত্র এক হাজার মুসল্লি।
তুরস্ক, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অনেক দেশেই আজ উদযাপিত হচ্ছে ঈদ।
সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে মসজিদে মসজিদে ঈদের নামাজ আদায় করেন মুসল্লিরা। নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি জানিয়েছে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী।
মুজদালিফায় ফজরের নামাজ আদায় করে জামারাতে পাথর নিক্ষেপের পর মিনার উদ্দেশে রওনা হবেন হাজিরা। পরে আল্লাহর সন্তুষ্টির জন্য দেবেন পশু কোরবানি। এরপর মাথা মুণ্ডন করে তওয়াফ করবেন হাজিরা।
প্রতিবছর ২০ থেকে ২৫ লাখ ধর্মপ্রাণ মুসলমান হজে অংশ নিলেও করোনা মহামারির কারণে এবার হজে অংশ নিতে পেরেছেন মাত্র এক হাজার মুসল্লি।
এদিকে, সৌদি আরবের সঙ্গে মিল রেখে আজ বাংলাদেশেও কয়েকটি এলাকায় ঈদুল আজহা উদযাপন করছে বলে খবর পাওয়া গেছে।