মাদাগাস্কারে জাহাজডুবিতে মৃত্যু বেড়ে ৮৫
মাদাগাস্কারের উত্তরপূর্ব উপকূলে মালবাহী জাহাজডুবির ঘটনায় মৃত্যু বেড়ে ৮৫ হয়েছে। এ ছাড়া ৫০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং পাঁচজন এখনও নিখোঁজ রয়েছে। খবর আল জাজিরার।
মালবাহী জাহাজটির যাত্রী নেওয়ার অনুমোদন ছিল না। কিন্তু দুর্ঘটনার সময় সেটিতে ১৩৮ জনের মতো আরোহী ছিল বলে জানিয়েছেন মাদাগাস্কারের মেরিটাইম অ্যান্ড রিভার পোর্ট এজেন্সির সমুদ্রে অভিযান বিষয়ক পরিচালক মামি রান্দ্রিয়ানাভনি।
বুধবার খারাপ আবহাওয়ার কারণে বাতিল হলেও নিখোঁজদের সন্ধানে অভিযান বৃহস্পতিবার ফের শুরু হওয়ার কথা বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
মাদাগাস্কারের পুলিশ বিষয়ক মন্ত্রী সের্গে গেলে জাহাজডুবির স্থান পরিদর্শনে গিয়েছিলেন; পরে তাকে বহনকারী হেলিকপ্টারটিও বিধ্বস্ত হয়। তার ১৩ ঘণ্টা পর মঙ্গলবার সকালে মন্ত্রীকে জীবিত উদ্ধার করা হয়। ভেসে থাকার জন্য তিনি বিধ্বস্ত হেলিকপ্টারটির পাইলটের আসনকে কাজে লাগিয়েছিলেন।
হেলিকপ্টারটির আরেক যাত্রীকেও জীবিত উদ্ধার করা হয়েছে, বাকি দুজনের ভাগ্যে কী ঘটেছে তা অজানা।