মারিওপোলের পতন ‘আসন্ন’ : মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক
রাশিয়ার ধারাবাহিক হামলার মুখে আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর মারিওপোলে পতন হতে পারে বলে ধারণা মার্কিন একটি থিঙ্ক ট্যাঙ্কের।
ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার (আইএসডব্লিউ) তাদের বিশ্লেষণে দেখেছে, রুশ বাহিনী বৃহস্পতিবার বড় কোনো অগ্রগতি অর্জন করতে পারেনি। মার্কিন এবং ব্রিটিশ গোয়েন্দা তথ্যেও এমন ধারণাই পাওয়া গেছে বলে বিবিসি জানিয়েছে।
কিন্তু আইএসডব্লিউ জানিয়েছে, মারিওপোলের আবাসিক এলাকায় হামলা বাড়তে থাকায় এটি শহরটিকে আত্মসমর্পণ বা চূড়ান্ত পতনের দিকে নিয়ে যেতে পারে।
তারা জানিয়েছে, ইউক্রেনের বাহিনীগুলো বৃহস্পতিবার কিয়েভের আশপাশে রাশিয়ার বাহিনীগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে এবং খারকিভ অঞ্চলে রুশ বাহিনীর অভিযান প্রতিহত করেছে বলে ধারণা পাওয়া গেছে।
ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থাও সক্ষমতার পরিচয় দিচ্ছে এবং বুধবার একদিনেই রাশিয়ার ১০টি এয়ারক্রাফট গুলি করে ফেলে দিয়েছে বলে জানিয়েছে আইএসডব্লিউ।
ইউক্রেনের গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী, রাশিয়া তাদের অত্যাধুনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের প্রায় পুরো ভাণ্ডার সম্ভবত আক্রমণের প্রথম ২০ দিনেই শেষ করে ফেলেছে।
এদিকে রাশিয়ার পক্ষ হয়ে সিরিয়া থেকে আসা যোদ্ধাদের মনোবলও দুর্বল, এমন খবরও পাওয়া যাচ্ছে। এসব ভাড়াটে সেনার অনেকেই তাদের ইউক্রেনে মোতায়েনকে ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) প্রবেশের সুযোগ হিসেবে দেখছে বলে মত ইউক্রেনের গোয়েন্দাদের।
মারিওপোলের যে নাট্যশালায় রুশ বাহিনী বোমাবর্ষণ করেছিল তার ধ্বংসস্তূপ থেকে বেসামরিকরা বের হয়ে আসছে বলে ইউক্রেইনীয় কর্তৃপক্ষ জানিয়েছে। শহরটির ডেপুটি মেয়র জানিয়েছিলেন, হামলার সময় সেখানে আগে থেকেই আশ্রয় নেওয়া ১০০০ থেকে ১২০০ বেসামরিক ছিল।
বোমা হামলায় নাট্যশালাটি ধ্বংস হলেও অধিকাংশ বেসামরিক বেঁচে আছেন বলে জানিয়েছে তারা।