মার্কিন কৃষ্ণাঙ্গকে হত্যার ঘটনায় ৭ পুলিশ বরখাস্ত
এক মার্কিন কৃষ্ণাঙ্গ নাগরিককে খুনের ঘটনায় সাত পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে। ঘটনাটি ঘটেছিল গত মার্চে। পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ যুবক ড্যানিয়েল প্রুড খুন হন। সেই ঘটনার ভিডিও সামনে আসার পর সাত পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়।
ভিডিওতে দেখা যায়, নগ্ন হয়ে প্রুড রাস্তায় দৌড়চ্ছেন। তখন পুলিশ সদস্যরা তাঁকে ধরেন। তাঁর মুখে হুড পরিয়ে দেওয়া হয়। তাঁর মাথা ফুটপাথে দুই মিনিট ধরে চেপে রাখা হয়।
পুলিশের দাবি, প্রুড যাতে থুথু ফেলতে না পারেন, সেজন্য তারা এই কাজ করেছিল। তারপর তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই প্রুড মারা যান।
যে সময় ঘটনাটি ঘটে, তখন বিষয়টি নিয়ে কোনো হইচই হয়নি। ভিডিও প্রকাশের পর তা ভাইরাল হয়ে যায়। এরইমধ্যে ফ্লয়েড ও ব্লেকের ঘটনা ঘটে গেছে। অথচ, প্রুড মারা গেছেন ফ্লয়েডকে হত্যার দুই মাস আগে। প্রুডের ময়নাতদন্তকারী চিকিৎসক জানিয়েছেন, এটা খুন। শারীরিক নির্যাতনের প্রতিক্রিয়ায় প্রুড মারা গেছেন।

এনটিভি অনলাইন ডেস্ক