মিসরে করোনা চিকিৎসার হাসপাতালে আগুন, সাতজনের মৃত্যু
মিসরের রাজধানী কায়রোর উপকণ্ঠে করোনাভাইরাস রোগীদের চিকিৎসার জন্য ব্যবহৃত একটি বেসরকারি হাসপাতালে আগুনে অন্তত সাতজন নিহত হয়েছে। আহত হয়েছে আরো বেশ কয়েকজন।
স্থানীয় কয়েকজন কর্মকর্তা ও সংবাদমাধ্যমের বরাতে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
কায়রো থেকে ৩০ কিলোমিটার উত্তর-পূর্বাঞ্চলের এল ওবুর এলাকায় মিসর আল আমাল হাসপাতালে শনিবার সকাল ৯টার দিকে এ আগুন লাগে।
প্রাথমিক তদন্ত শেষে নিরাপত্তা ও হাসপাতাল সূত্রে বলা হয়েছে, বৈদ্যুতিক ত্রুটির কারণেই আগুনের সূত্রপাত হয়।
এ ঘটনার পর হাসপাতাল খালি করে ফেলা হয় এবং রোগীদের কায়রোর আরেকটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
মিসরে গত সপ্তাহ থেকে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা বেড়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার নতুন এক হাজার ১৮৯ জনের ভাইরাস শনাক্ত হওয়া এবং ৪৩ জন মারা যাওয়ার খবর জানিয়েছে। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৩১ হাজার ৩১৫ জনে এবং মোট মৃত্যুর সংখ্যা সাত হাজার ৩৫২ জন।