যুক্তরাজ্যের সঙ্গে এবার ফ্লাইট বাতিল করল কুয়েত
করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়া এবং যুক্তরাজ্যে করোনার একটি নতুন ধরন ‘নিয়ন্ত্রণের বাইরে’ চলে যাওয়ার কথা শুনে দেশটির সঙ্গে ফ্লাইট বাতিলের ঘোষণা দিয়েছে ১০টির বেশি দেশ। এবার সেই তালিকায় যোগ দিল কুয়েত।
সংবাদমাধ্যম গালফ নিউজ এক প্রতিবেদনে জানায়, কুয়েতের সিভিল এভিয়েশন কর্তপক্ষ যুক্তরাজ্য থেকে আসা সব ফ্লাইটের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। তবে এই নিষেধাজ্ঞা কবে প্রত্যাহার করা হবে সে বিষয়ে জানায়নি কুয়েত।
এর আগে একই কারণে জার্মানি, ফ্রান্স, ইতালি, কানাডার মতো দেশগুলো ব্রিটিশদের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা ছিন্ন করার ঘোষণা দিয়েছে।
সম্প্রতি যুক্তরাজ্যে নতুন প্রজাতির করোনাভাইরাস শনাক্তের খবর সামনে আসতেই বিভিন্ন দেশ বিমান চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করতে শুরু করে। ইউরোপীয় দেশগুলো ব্রিটিশ ভ্রমণকারীদের ওপর নিষেধাজ্ঞা আরোপের পর কানাডাও যুক্তরাজ্যের সঙ্গে ফ্লাইট বাতিলের ঘোষণা দিয়েছে। সবশেষ এ তালিকায় নাম লেখাল মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত।
যুক্তরাজ্যের সঙ্গে প্রথম ফ্লাইট বাতিলের ঘোষণা দেয় নেদারল্যান্ডস। পরে একই পথে হাঁটে বেলজিয়াম, ইতালি, জার্মানি ও ফ্রান্স।
এদিকে যুক্তরাজ্যের পর দ্রুত ছড়িয়ে পড়তে সক্ষম করোনাভাইরাসের নতুন ধরন শনাক্ত হয়েছে অস্ট্রেলিয়াতেও। যুক্তরাজ্যের পর ভাইরাসের সেই একই ‘স্ট্রেইন’ অস্ট্রেলিয়াতেও শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সোমবার কর্মকর্তারা বলেছেন, যুক্তরাজ্য থেকে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে যাওয়া দুজনের দেহে ওই ভাইরাস শনাক্ত হয়েছে। তারা দুইজনই হোটেলে কোয়ারেন্টিনে আছেন।