যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গকে পুলিশের উপর্যুপরি গুলি (ভিডিওসহ)
বর্ণবাদী আন্দোলনের মধ্যেই যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যে পুলিশের গুলিতে এক কৃষ্ণাঙ্গ গুরুতর আহত হয়েছেন। তাঁর নাম জ্যাকব ব্লেক। এ ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়তেই অঙ্গরাজ্যজুড়ে বিক্ষোভ শুরু হয়। বিক্ষুব্ধদের দমাতে কারফিউ জারি করে কর্তৃপক্ষ। খবর রয়টার্সের।
এর আগে চলতি বছরের ২৫ মে মিনেসোটা অঙ্গরাজ্যে পুলিশের হাতে জর্জ ফ্লয়েড নামের এক কৃষ্ণাঙ্গ নিহত হন। এর পরই বর্ণবাদবিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ে গোটা যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশ।
উইসকনসিন অঙ্গরাজ্যের স্থানীয় সংবাদমাধ্যমকে উদ্ধৃত করে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়, রোববার সন্ধ্যায় জ্যাকব ব্লেক নামের ওই কৃষ্ণাঙ্গকে কয়েকবার গুলি করে পুলিশ। পরে তাঁকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। ব্লেককে পরপর সাতটি গুলি করে পুলিশ।
গুলির ঘটনার ওই ভিডিও ফুটেজে দেখা যায়, অঙ্গরাজ্যের কেনোসা শহরে গাড়িতে ওঠার জন্য ব্লেক যখন হেঁটে যাচ্ছেন। এ সময় তাঁকে অনুসরণ করছেন দুই পুলিশ সদস্য। ব্লেক গাড়ির দরজা খোলার সঙ্গে সঙ্গে গুলি করে পুলিশ।
এর প্রতিবাদে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসে। টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে তারা। বিক্ষোভকারীদের ঠেকাতে টিয়ার গ্যাস ছোড়ে পুলিশ। বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর সংঘর্ষের জেরে রাতভর কারফিউ জারি করা হয়।
এ ঘটনায় কেনোসা পুলিশ বলছে, একটি পারিবারিক ঘটনার মীমাংসা করতে পুলিশ সদস্যদের ডাকা হয়েছিল। গুলিতে আহত ব্লেককে পুলিশই হাসপাতালে নিয়ে গেছে। তবে কেন তাঁকে গুলি করা হলো সে ব্যাপারে ওই বিবৃতিতে বিস্তারিত জানানো হয়নি।