যুদ্ধবিরতি মানছে না রাশিয়া, মারিওপোলে স্থানান্তর বন্ধ
ইউক্রেনের মারিওপোল শহরে যুদ্ধবিরতির শর্ত মানছে না রাশিয়ার সেনারা। এমন অভিযোগ এনে সেখান থেকে সাধারণ নাগরিকদের নিরাপদে স্থানান্তর শুরু করেনি ইউক্রেন কর্তৃপক্ষ। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে।
ইউক্রেনের মারিওপোল শহরটির চারপাশ ঘিরে রেখেছে রাশিয়ার সেনারা।
এর আগে আজ শনিবার মানবিক কারণে ইউক্রেনের মারিওপোল ও ভলনোভাখা শহরে সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা দেয় রাশিয়া। বেসামরিক নাগরিকদের এলাকা ছাড়তে স্থানীয় সময় শনিবার সকাল ১০টা থেকে যুদ্ধবিরতি শুরু হওয়ার কথা।
কিন্তু মারিওপোল শহর কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, ‘তথ্য বলছে, রাশিয়ার সেনারা যুদ্ধবিরতির শর্ত ভেঙে হামলা চালিয়ে যাচ্ছে। এ কারণে পরিস্থিতি বিবেচনায় নিয়ে লোকজনকে নিরাপদে সরিয়ে নেওয়ার কার্যক্রম স্থগিত করা হলো।’
মারিওপোল শহরে মাইকে মাইকে লোকজন স্থানান্তর কার্যক্রম স্থগিতের ঘোষণা দেওয়া হচ্ছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে মারিওপোলের ৪৪ বছর বয়সি বাসিন্দা আলেক্সান্দার জানিয়েছেন, তিনি প্রায় তিন মিনিট অন্তর অন্তর বোমা বিস্ফোরণের শব্দ শুনতে পাচ্ছেন। লোকজন গাড়ি নিয়ে বের হয়েও ফের ঘরে ফিরে আসছে।