রানি এলিজাবেথের মৃত্যুতে পুতিনের সমবেদনা
যুক্তরাজ্যের সদ্যপ্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে গভীর সমবেদনা জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের কাছে পাঠানো এক বার্তায় এই সমবেদনা জানান তিনি। রুশ সংবাদমাধ্যম তাসের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বিবিসি।
রুশ প্রেসিডেন্ট বলেন, ‘অনেক দশক ধরে দ্বিতীয় এলিজাবেথ যথাযথভাবে তাঁর প্রজাদের ভালোবাসা ও সম্মানের পাশাপাশি বিশ্বমঞ্চে কর্তৃত্ব উপভোগ করেছেন।’
এই অপূরণীয় ক্ষতির মুহূর্তে রাজা তৃতীয় চার্লস সাহসিকতার সঙ্গে স্বাভাবিক অবস্থায় প্রত্যাবর্তনে সমর্থ হবেন বলে আশাবাদ করেন পুতিন।
উল্লেখ্য, ইউক্রেনে রুশ আগ্রাসনের জোরালো সমালোচক দেশগুলোর একটি যুক্তরাজ্য। রাজপরিবারের অন্যান্য সদস্যদের মতো চার্লসও এই আগ্রাসনের বিরোধিতা করে ইউক্রেনের প্রতি সংহতি জানিয়েছিলেন। বলেছিলেন, ‘যারা নৃশংস আগ্রাসন প্রতিহত করছে আমরা তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করছি।’