রাশিয়ার তেল-গ্যাসে নিষেধাজ্ঞার বিপক্ষে হাঙ্গেরি
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2022/03/09/86e1387132d6.jpg)
রাশিয়ার তেল-গ্যাস আমদানিতে নিষেধাজ্ঞায় বিরোধী অবস্থানে দাঁড়িয়েছে হাঙ্গেরি। দেশটির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান বলেছেন, এটি তাঁর দেশের জন্য অনুপাতিকভাবে বড় বোঝা বয়ে আনবে।
হাঙ্গেরির প্রধানমন্ত্রী এক বিবৃতিতে বলেছেন, রাশিয়ার আগ্রাসনের নিন্দা জানাচ্ছেন তারা। তবে যুদ্ধের প্রভাব তাঁর দেশের জনগণের ওপর পড়বে বা তাদের মূল্য দিতে হবে সে বিষয়টি মানতে নারাজ তিনি। তাই রাশিয়ার তেল, গ্যাস আমদানি পর্যন্ত নিষেধাজ্ঞা সম্প্রসারণ করা ঠিক নয় বলেও বিবৃতিতে জানান তিনি।
তিনি আরও জানান, দেশটির ৯০ ভাগ পরিবার গ্যাসের ওপর নির্ভরশীল। হাঙ্গেরির বেশিরভাগ তেল-গ্যাস আমদানি হয় রাশিয়া থেকে। খবর ইউক্রেন ফর্মের।
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/infograph/public/images/2022/03/09/capture_3.jpg 687w)
ইউক্রেন আগ্রাসনের কারণে রাশিয়া থেকে তেল, গ্যাস ও কয়লা আমদানির ওপর পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় মঙ্গলবার (৮ মার্চ) মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এ নিষেধাজ্ঞা আরোপ করেন।
স্থানীয় বাজারে তেল-গ্যাসের দাম ব্যাপকভবে বেড়ে যাওয়ার আশঙ্কা সত্ত্বেও রাশিয়াকে সাজা দিতে বাইডেন প্রশাসনের এ পরিকল্পনায় সমর্থন করেন যুক্তরাষ্ট্রের বেশিরভাগ আইনপ্রণেতাই। বাইডেনের নিষেধাজ্ঞা ঘোষণার পর এমন মন্তব্য জানালো হাঙ্গেরির সরকার।