রাশিয়ার বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীর গুলিতে আটজন নিহত
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2021/09/20/210920-russia-shooting-mb-0906.jpg)
রাশিয়ার পিয়ার্ম শহরের একটি বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারী শিক্ষার্থীর গুলিতে আটজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে। ছবি : সংগৃহীত
রাশিয়ার পিয়ার্ম শহরের একটি বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারী এক শিক্ষার্থীর গুলিতে আটজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে। আইন প্রয়োগকারী কর্তৃপক্ষ আজ সোমবার এ তথ্য জানিয়েছে।
রাজধানী মস্কো থেকে এক হাজার ৩০০ কিলোমিটার পূর্বে পিয়ার্ম স্টেট বিশ্ববিদ্যালয়ে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
বিশ্ববিদ্যালয়টির প্রেস সার্ভিস জানিয়েছে, এ ঘটনার সময় ছাত্র ও শিক্ষকরা শ্রেণিকক্ষের ভেতরে দরজা বন্ধ করে অবস্থান নিয়েছিলেন।
বিশ্ববিদ্যালয়টির মুখপাত্র ও পুলিশ জানিয়েছে, ঘটনার কিছুক্ষণের মধ্যেই বন্দুকধারীকে আটক করা হয়েছে।
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/infograph/public/images/2021/09/20/capture.jpg 492w)
স্থানীয় গণমাধ্যমে আসা ভিডিও ফুটেজে শিক্ষার্থীদের একটি ভবনের দোতালার জানালা দিয়ে লাফিয়ে পড়ার পর দৌড়ে পালাতে দেখা গেছে বলে রয়টার্স জানিয়েছে।
রাশিয়ার তদন্ত কমিটি জানিয়েছে, বন্দুকধারী বিশ্ববিদ্যালয়টির একজন শিক্ষার্থী, সন্দেহভাজনকে আটকের সময় সে আহত হয়েছে।