রাশিয়ায় আরো ক্ষমতা পেলেন পুতিন
রাশিয়ায় প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভা নিয়োগের পূর্ণ ক্ষমতা থাকছে প্রেসিডেন্টের কাছে, এমন একটি নতুন আইনের অনুমোদন দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
পার্লামেন্টের নিম্নকক্ষ দ্য স্টেট দুমা থেকে প্রধানমন্ত্রী, উপপ্রধানমন্ত্রী ও মন্ত্রীদের তালিকা এলে তার অনুমোদন দেবেন প্রেসিডেন্ট। তবে স্টেট অব দুমায় প্রেসিডেন্টকে প্রধানমন্ত্রীর নাম প্রস্তাব করতে হবে। এবং নিম্নকক্ষ সেই নাম প্রত্যাখ্যান করলে নতুন নেতার নাম প্রস্তাব করতে হবে। তবে পরপর তিনবার স্টেট অব দুমায় প্রধানমন্ত্রীর নাম প্রত্যাখ্যাত হলে নিম্নকক্ষের অনুমোদন ছাড়াই প্রধানমন্ত্রী নিয়োগ দিতে পারবেন রুশ প্রেসিডেন্ট। এ আইনে আরো বলা হচ্ছে, পার্লামেন্টের উচ্চকক্ষ দ্য ফেডারেশন কাউন্সিল থেকে প্রতিরক্ষা, স্বরাষ্ট্র ও পররাষ্ট্রমন্ত্রীদের নাম সুপারিশ করা হলে তার অনুমোদন দেবেন প্রেসিডেন্ট। যদিও নামের তালিকা পাঠাতে হবে প্রেসিডেন্টকেই।