রাশিয়ায় বৃদ্ধনিবাসে আগুনে ১১ জনের মুত্যু
রাশিয়ার একটি বৃদ্ধনিবাসে অগ্নিকাণ্ডে ১১ জন বৃদ্ধ মারা গেছেন। নিহতরা সবাই চলাফেরায় অক্ষম ছিলেন বলে জানা গেছে।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, সোমবার দেশটির বাশকোর্তোস্তান অঞ্চলের ইশবুলদিনা গ্রামের ওই বৃদ্ধনিবাসে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন লাগার পর চলাফেরায় অক্ষম ওই বৃদ্ধরা ভিতরে আটকা পড়ে যান। তিন ঘণ্টা পর আগুন নেভানো সম্ভব হলেও তাদের আর ফিরে পাওয়া যায়নি।
এক বিবৃতিতে দেশটির জরুরি বিষয়ক মন্ত্রণালয় বলেছে, দমকল কর্মীরা আসার আগেই চার ব্যক্তি সেখান থেকে বের হয়ে আসতে সক্ষম হন।
রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জেলা কর্তৃপক্ষের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, এই চারজনের মধ্যে একজন বৃদ্ধনিবাসটির কর্মী, অন্য তিন জন এখানকার বাসিন্দা।
এই তিনজনকে একতলা ওই কাঠের বাড়িটি থেকে বের করে আনতে সক্ষম হন ওই নারী কর্মী।
যে ১১ জন মারা গেছেন তারাও এখানকার বাসিন্দা। ঠিকমতো চলাফেরা করতে অক্ষম এই বৃদ্ধরা দ্রুত বের হয়ে আসতে পারেননি, বলা হয়েছে ইন্টারফ্যাক্সের প্রতিবেদনে।
এ ঘটনায় একটি তদন্ত শুরু করা হয়েছে বলে রাশিয়ার তদন্তকারী কমিটি জানিয়েছে। এ ছাড়া আজ মঙ্গলবার ওই বৃদ্ধনিবাসের পরিচালককে গ্রেপ্তার করা হয়েছে।