রাশিয়ায় মাইক্রোসফটের বিপণন ও সেবা স্থগিত
বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট রাশিয়ায় বিক্রি এবং অন্যান্য সেবা বন্ধের ঘোষণা দিয়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন শুক্রবার এ তথ্য জানিয়েছে।
মাইক্রোসফটের প্রেসিডেন্ট ব্র্যাড স্মিথ এক অনলাইন পোস্টে লিখেছেন, ‘সরকারি (যুক্তরাষ্ট্রের) নিষেধাজ্ঞার সিদ্ধান্ত মোতাবেক রাশিয়ায় আমাদের ব্যবসায়িক অনেক কিছুই বন্ধ করা হচ্ছে।’
মাইক্রোসফট নতুন করে আর কোনো পণ্য রাশিয়ায় বিক্রি করবে না।
তবে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়েছে, ইউক্রেনকে সাইবার নিরাপত্তাজনিত সহযোগিতা চালু রাখবে মাইক্রোসফট। কয়েকদিন আগে এমন একটি ঘটনায়, ইউক্রেনের একটি টেলিভিশনকে বড় ধরনের সাইবার হামলা থেকে রক্ষায় সহযোগিতা করেছে বলেও জানায় মাইক্রোসফট।
এ ছাড়া ইউক্রেনের সরকারি, তথ্যপ্রযুক্তি এবং আর্থিক খাতের ২০টিরও বেশি প্রতিষ্ঠানকে সাইবার নিরাপত্তাজনিত সহযোগিতা করেছে মাইক্রোসফট। প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট ব্র্যাড স্মিথ এমনটি জানিয়েছেন।