রোহিঙ্গা সংকট নিয়ে বাংলাদেশকে ১২ মার্কিন সিনেটরের চিঠি
রোহিঙ্গা সংকট নিয়ে বাংলাদেশ সরকারকে চিঠি দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ১২ জন সিনেটর। চিঠিতে সিনেটররা বলেছেন, ‘রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসনের আগপর্যন্ত বিরাট বোঝা দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশকে বয়ে নিতে হবে।’
জানা গেছে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনকে গত সপ্তাহে ওই চিঠি দেন যুক্তরাষ্ট্রের ১২ জন সিনেটর। যৌথ চিঠিতে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা এবং জীবনযাত্রার মান উন্নয়নের অনুরোধ জানান তাঁরা।
ওই চিঠিতে স্বাক্ষর করেন ক্ষমতাসীন ডেমোক্রেটিক দলীয় সিনেটর জেফ মার্কলে, বেন কার্ডিন, ডিক ডারবিন, ক্রিস কুন্স, রন ওয়াইডেন, ক্রিস ভ্যান হলেন, এড মার্কি, করি বুকার ও এলিজাবেথ ওয়ারেন এবং রিপাবলিকান দলীয় সিনেটর মার্কো রুবিও, সুজান কলিন্স ও রজার উইকার।
৫ নভেম্বর সিনেটরেরা ওই চিঠিতে স্বাক্ষর করলেও ৯ নভেম্বর সিনেটর মার্কো রুবিও তার ওয়েবসাইটে চিঠিটি প্রকাশ করেন। মার্কো রুবিও মার্কিন কংগ্রেসের পররাষ্ট্র বিষয়ক কমিটির সদস্য।