লাতিন আমেরিকার আকাশে চীনের আরেকটি বেলুন
চীনা ‘বেলুনের’ রেশ যেন কাটছেই না। এবার লাতিন আমেরিকার আকাশে মিলেছে আরও একটি বেলুন। গত শুক্রবার লাতিন আমেরিকার আকাশে দেখা পাওয়া বেলুনটি নিজেদের বলে স্বীকারও করেছে চীন। তবে তাদের দাবি, এটি বেসামরিক উদ্দেশে উড়ানো হয়েছিল। খবর বিবিসির।
সোমবার চীনা কর্তৃপক্ষ বেলুনটির তাদের বলে স্বীকার করেছে। দুর্ঘটনাবশত এটি লাতিন আমেরিকা ও ক্যারিবীয় দীপপুঞ্জের আকাশে চলে গিয়েছে বলে দাবি তাদের।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং সাংবাদিকদের বলেন, ‘চীন থেকেই এটি উড়ানো হয়েছিল। তবে, এটি নিজের চলাচলের রুট থেকে বিচ্যুতি করে। মনুষ্যহীন বেলুনটি প্রকৃতি, আবহাওয়া ও ফ্লাইট পরীক্ষার জন্য ব্যবহৃত হয়।’ তিনি আরও বলেন, ‘চীন একটি দায়িত্বশীল দেশ ও সব সময় আন্তর্জাতিক আইন মেনে চলে।’
এর আগে যুক্তরাষ্ট্রের আকাশে একটি বেলুনের খোঁজ মেলে। মার্কিন যুদ্ধবিমান দিয়ে এটি ভূপাতিত করা হয়। যুক্তরাষ্ট্রের দাবি, মার্কিন স্থাপনার বিষয়ে গোয়েন্দা তথ্য নিতে চীন বেলুন আকাশে উড়িয়েছিল। এর জবাবে চীনা কর্তৃপক্ষ জানায়, ওই বেলুনটিকে আবহাওয়া নিয়ে গবেষণার জন্য বেসরকারিভাবে ব্যবহার করা হচ্ছিল। বেলুনটি তার চালনাশক্তির সীমিত সামর্থ্যের কারণে পরিকল্পিত যাত্রাপথ থেকে অনেক দূর সরে গেছে। বেলুনের দ্বন্দ্বের জেরে বেইজিং সফর বাতিল করেছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।
এদিকে, চলতি সপ্তাহে বেলুন সৃদশ একটি বস্তুর কথা জানিয়েছে কলোম্বিয়া। দেশটির বিমান বাহিনী জানিয়েছে, ৫৫ হাজার ফুট ওপরে বেলুন সৃদশ একটি বস্তু দেখা গেছে। নিজেদের আকাশ সীমা না ছাড়া পর্যন্ত এটিকে অনুসরণ করা হয়েছিল। এটি তাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকির প্রতিনিধিত্ব করে না।