ল্যাব নয়, ‘সম্ভবত প্রাণী থেকেই’ করোনাভাইরাস এসেছে : ডব্লিউএইচও
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2021/03/30/42078751_403.jpg)
কোভিড-১৯ সম্ভবত একটি প্রাণী থেকে মানুষের শরীরে এসেছিল এবং ২০১৯ সালের ডিসেম্বরে প্রথম শনাক্ত হওয়ার এক বা দুই মাস আগে থেকে এটি ছড়ানো শুরু হয়েছিল বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) এক খসড়া প্রতিবেদনে বলা হয়েছে।
গবেষণাগার থেকে কোভিড-১৯ ছড়িয়ে পড়ার সম্ভাবনা সবচেয়ে কম, কোভিড-১৯-এর উৎস নিয়ে তদন্ত করা ডব্লিউএইচওর যৌথ আন্তর্জাতিক দল এ সিদ্ধান্তে পৌঁছেছে।
মঙ্গলবার এ সংক্রান্ত তদন্তের চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করার কথা রয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার। তার আগেই প্রতিবেদনের খসড়া সংস্করণ হাতে পায় মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। এতে ২০১৯ সালের একেবারে শেষ দিকের আগে ভাইরাসটি ছড়িয়ে পড়েছিল এমন কোনো তথ্য বা ইঙ্গিত নেই।
প্রতিবেদনে ভাইরাসের সম্ভাব্য চারটি উৎসের কথা বলা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি সম্ভাবনা হচ্ছে বাদুড় থেকে অন্য কোনো প্রাণী হয়ে ভাইরাসটি মানবদেহে প্রবেশ করেছিল।
অন্তর্বর্তীকালীন বাহক ওই বন্য প্রাণীটি সম্ভবত মানুষের হাতে ধরা পড়েছিল এবং পরে খামারে বেড়ে উঠেছিল।
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/infograph/public/images/2021/03/30/capture.jpg 687w)
বিজ্ঞানীরা বাদুড়কেই করোনাভাইরাসের মূল উৎস মনে করছেন, তবে এর কাছ থেকে মানুষের মধ্যে আসার আগে অন্য কোনো প্রাণী ভাইরাসটিতে আক্রান্ত হয়েছিল, তদন্তে তা নিশ্চিত হওয়া যায়নি। ‘সার্স-সিওভি-২ এর সম্ভাব্য অন্তর্বর্তীকালীন বাহক প্রাণীটি এখনও অধরাই রয়ে গেছে,’ প্রতিবেদনে বলা হয়েছে।
এরপর যে সম্ভাবনাটি প্রকট, তা হলো বাদুড় বা প্যাঙ্গোলিনের মতো যেসব প্রাণী এই ধরনের করোনাভাইরাস বহন করতে পারে, তাদের কাছ থেকে এটি সরাসরি মানুষের দেহে এসেছে।
জমাটবাঁধা বা হিমায়িত খাবার থেকে ভাইরাসটির সংক্রমণ ঘটতে পারে, এমন সম্ভাবনা কম হলেও তা অসম্ভব নয় বলে মনে করছেন বিজ্ঞানীরা। আর ল্যাব থেকে দুর্ঘটনাবশত ভাইরাসটি ছড়িয়েছে, এ সম্ভাবনা সবচেয়ে কম বলে প্রতিবেদনে উঠে এসেছে।