ল্যামডার ‘অনুভূতি আছে’ বলা গুগলের প্রকৌশলী চাকরিচ্যুত
গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সিস্টেমগুলোর মধ্যে একটির নিজস্ব অনুভূতি রয়েছে—এমন দাবি করা এক প্রকৌশলীকে চাকরিচ্যুত করেছে গুগল। খবর বিবিসির।
ব্লেক লেমোইন নামের গুগলের এক প্রকৌশলী গত মাসে জনসমক্ষে একটি তত্ত্ব হাজির করেন। সেখানে ব্লেক দাবি করেন—গুগলের ভাষা প্রযুক্তি সংবেদনশীল; তাই, এটিকে সম্মান করা উচিত।
কিন্তু, গুগলসহ একাধিক এআই বিশেষজ্ঞ ব্লেকের দাবি উড়িয়ে দেন। এবং শুক্রবার গুগল জানায়—ব্লেককে বরখাস্ত করা হয়েছে।
চাকরিচ্যুত হওয়ার প্রতিক্রিয়া জানতে চাইলে ব্লেক লেমোইন বলেছেন—তিনি আইনি পরামর্শ নিচ্ছেন। এর বেশি কিছু বলতে রাজি হননি ব্লেক।
এক বিবৃতিতে গুগল বলেছে—দ্য ল্যাঙ্গুয়েজ মডেল ফর ডায়লগ অ্যাপ্লিকেশন (ল্যামডা) সম্পর্কে ব্লেক লেমোইনের দাবিগুলো ‘সম্পূর্ণ ভিত্তিহীন’। এবং বিষয়টি স্পষ্ট করার জন্য গুগল ‘অনেক মাস’ তাঁর সঙ্গে কাজ করেছে।
বিবৃতিতে আরও বলা হয়, ‘তাই, দুঃখজনক হলো—এ বিষয়ে দীর্ঘদিন জড়িত থাকা সত্ত্বেও, ব্লেক এখনও কর্মসংস্থান ও তথ্য সুরক্ষা নীতির সুস্পষ্ট লঙ্ঘন করাকেই বেছে নিয়েছেন। এসব নীতির মধ্যে পণ্যের তথ্য সুরক্ষা করার প্রয়োজনীয়তার বিষয়টিও রয়েছে।’
গুগলের ভাষ্য—ল্যামডা একটি যুগান্তকারী প্রযুক্তি, যা সাবলীলভাবে কথোপকথনে সক্ষম৷ এই প্রযুক্তি ব্যবহার করে গুগল চ্যাটবট তৈরি করছে।
গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি নিয়ে মন্তব্য করে ব্লেক লেমোইন গত মাসে আন্তর্জাতিক গণমাধ্যমের খবরের শিরোনাম চলে আসেন। তিনি দাবি করেন—ল্যামডা মানুষের মতো অনুভূতি সচেতনতা দেখাচ্ছে। ব্লেকের এমন মন্তব্যে বিশ্বজুড়ে এআই বিশেষজ্ঞদের মধ্যে শোরগোল পড়ে যায়। মানুষের ছদ্মবেশ ধারণের উদ্দেশ্যে নকশা করা প্রযুক্তির অগ্রগতি সম্পর্কে উত্সাহীদের মধ্যেও এ নিয়ে আলোচনা ঝড় ওঠে।
লেমোইন গুগলের দায়িত্বশীল এআই দলের একজন ছিলেন। তিনি দ্য ওয়াশিংটন পোস্টকে জানান, এআই প্রযুক্তিটি বৈষম্যমূলক বা ঘৃণা ছড়ানো বা বিদ্বেষমূলক বক্তব্য ব্যবহার করেছে কি না, তা পরীক্ষা করা ছিল তাঁর কাজ।
ব্লেকের দাবি—তিনি দেখছেন যে, ল্যামডা আত্মসচেতনতা দেখিয়েছে। এবং এটি ধর্ম, আবেগ ও ভয় বিষয়ক কথোপকথন চালিয়ে যেতে সক্ষম। এ থেকে ব্লেক মনে করেন—ল্যামডার চিত্তাকর্ষক মৌখিক দক্ষতার পাশাপাশি একটি সংবেদনশীল মনও থাকতে পারে।
কিন্তু, ব্লেকের দাবি উড়িয়ে দিয়ে গুগল তাঁকে প্রতিষ্ঠানের গোপনীয়তা নীতি লঙ্ঘনের দায়ে সবেতনে ছুটিতে পাঠায়।
এরপর ব্লেক লেমোইন তাঁর দাবির পক্ষে প্রমাণ দিতে ল্যামডার সঙ্গে তাঁর এবং অন্য একজনের কথোপকথন প্রকাশ করেন।