‘শিরিন আবু আকলেহ হত্যার তদন্ত করবে না ইসরায়েল’
আল জাজিরার সাংবাদিক শিরিন আবু আকলেহ হত্যার তদন্তের তেমন পদক্ষেপ নিচ্ছে না বলে দাবি করেছে শিরিনের পরিবার। ইসরায়েলের সামরিক পুলিশের অপরাধ তদন্ত বিভাগের বিশ্বাস, এই তদন্ত ইসরায়েলি সৈন্যদের সন্দেহভাজন হিসেবে বিবেচনা করে তা ইসরায়েলিদের মধ্যে বিরোধিতার দিকে নিয়ে যাবে। আজ বৃহস্পতিবার ইসরায়েলি সংবাদপত্র হারেটজ এর প্রতিবেদনে এ তথ্য তুলে ধরেছে। খবর আলজাজিরার।
৫১ বছর বয়সি আবু আকলেহ গত বুধবার ইসরায়েলি সৈন্যের গুলিতে নিহত হন। জেনিনের দখলকৃত পশ্চিম তীরের শহরে ইসরায়েলি সামরিক অভিযানের কভার করার সময় তিনি গুলিবিদ্ধ হন বলে দাবি উপস্থিত প্রত্যক্ষদর্শী ও তাঁর সহকর্মীদের।
ইসরায়েলি সংবাদপত্রের প্রতিবেদন বলছে, আবু আকলেহের পরিবার বলেছে, ইসরায়েলি সেনাবাহিনী তাঁর (শিরিন) মৃত্যুর গুরুত্ব দিয়ে তদন্ত করছে না, এতে তাঁরা বিস্মিত না।
‘আমরা এটি (তদন্ত) ইসরায়েলিদের কাছ থেকে প্রত্যাশা করেছিলাম। যেহেতু তারা তা করেনি, তাই আমরা এই তদন্তে তাদের অংশগ্রহণ চাচ্ছি না। যেহেতু সে (শিরিন) যুক্তরাষ্ট্রের নাগরিক, তাই আমরা যুক্তরাষ্ট্রকে এর তদন্তের জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। একই সঙ্গে আন্তর্জাতিক সংস্থাকে তাঁকে হত্যার স্বচ্ছ তদন্তের জন্য প্রত্যাশা করছি।’
যদিও আবু আকলেহের পরিবার আবারও যুক্তরাষ্ট্র সরকারের কাছ থেকে তাঁর হত্যাকাণ্ডের তদন্ত হবে বলে নিশ্চয়তা পেয়েছে।
যেদিন আবু আকলেহ শিরিনের হত্যাকাণ্ড ঘটে, সেদিন তিনি হেলমেট পরা ছিলেন এবং স্পষ্টভাবে ‘প্রেস’ লেখা ছিল। তিনি পেছন থেকে তাঁর হেলমেট এবং কাঁধের মধ্যবর্তী ঘাড়ে আঘাতপ্রাপ্ত হন। আহত শিরিনকে যখন তাঁর সহকর্মীরা সহযোগিতার জন্য এগোচ্ছিলেন, তখনও গুলি চলছিল বলে দাবি করা হয়।
ইসরায়েলি কর্তৃপক্ষ ‘ফিলিস্তিনিরা গুলি করছে’ এমন একটি ভিডিও প্রকাশ করে প্রাথমিকভাবে বলেছে যে, ফিলিস্তিনি সৈন্য শিরিনের হত্যাকাণ্ডের জন্য দায়ী।
যদিও ইসরায়েলি মানবাধিকার গোষ্ঠী বি’টসেলেম-এর গবেষকরা ভিডিও ধারণের স্থানটি খুঁজে পেয়েছেন, যা শিরিন গুলিবিব্ধ হওয়ার স্থান থেকে ৩০০ মিটার দূরে। আলজাজিরার সানাদ নিউজ ভেরিফিকেশন অ্যান্ড মনিটরিং ইউনিটও একটি তদন্ত করেছে। তারাও একই ধরনের সিদ্ধান্তে পৌঁছেছে।
ইসরায়েল পরে তার সিদ্ধান্ত থেকে পিছু হটে বলেছে যে, তারা হত্যার তদন্ত শুরু করবে। তবে আল জাজিরার প্রতিবেদক ইমরান খান পশ্চিম জেরুজালেম থেকে বলেছেন, ‘অনেক ইসরায়েলি বিশ্বাস করে যে, এই ধরনের কাজের জন্য সৈন্যদের বিচার করা উচিত নয়। কারণ, তদন্তের জন্য সক্রিয় সামরিক অভিযানে একজন ইসরায়েলি সেনা কর্মকর্তা বা সৈনিকের বিরুদ্ধে একটি ফৌজদারি তদন্ত খুলতে হবে। এটি ইসরায়েলি রাজনীতির বর্তমান পরিস্থিতিতে প্রায় অসম্ভব। তদন্ত করতে গেলে সরকার নড়ে যেতে পারে। বিরোধী দল এটিকে রাজনৈতিক গ্রাউন্ড হিসেবে ব্যবহার করতে পারে।’
হারটেজের প্রতিবেদন আরও বলেছে, সৈন্যদের জিজ্ঞাসাবাদ করা হলে তারা জানায়—তারা ফিলিস্তিনি যোদ্ধাকে লক্ষ্য করে গুলি চালাচ্ছে বলে ভেবেছিল।
আবু আকলেহের দেহ থেকে বুলেটের টুকরো উদ্ধার করা হয়েছে। কিন্তু, ফিলিস্তিনি কর্তৃপক্ষ সেই বুলেট বা প্রমাণ ইসরায়েলকে দিতে অস্বীকৃতি জানিয়েছে। তারা বলেছে, ফিলিস্তিনিদের মৃত্যুর সঠিকভাবে তদন্ত না করার এবং নিজেদের সৈন্যদেরকে হালকা সতর্কতা জারি করে দায় সারার দীর্ঘ ইতিহাস আছে ইসরায়েলের আছে।