শ্রীলঙ্কায় পেট্রোল চুরিকে কেন্দ্র করে ১ জনকে কুপিয়ে হত্যা
প্রতীকী ছবি : সংগৃহীত
মোটরসাইকেলের পেট্রোল চুরিকে কেন্দ্র করে বিরোধের জেরে শ্রীলঙ্কায় ৪০ বছর বয়সি এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। শ্রীলঙ্কার সংবাদমাধ্যম ডেইলি মিরর এ তথ্য জানিয়েছে।
আজ সোমবার সকালে কলম্বোর বরেল্লায় মোটরসাইকেল থেকে পেট্রোল চুরির ঘটনা ঘটে।
বরেল্লার ক্যাসেল স্ট্রিটে মোটরসাইকেলের মালিক ওই ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। পরে তাঁকে কলম্বো ন্যাশনাল হসপিটালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
পুলিশ এ ঘটনায় সন্দেহভাজন ২৯ বছর বয়সি এক যুবককে আটক করেছে।

এনটিভি অনলাইন ডেস্ক