সমালোচনার মুখে জি২০ অধিবেশন বয়কট ল্যাভরভের
ইউক্রেন যুদ্ধ নিয়ে পশ্চিমাদের সমালোচনার জেরে ইন্দোনেশিয়ার বালিতে জি২০ জোটের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলনের অধিবেশন বয়কট করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সেরগেই ল্যাভরভ। গতকাল শুক্রবার দুই দিনব্যাপী সম্মেলনের শেষ দিনে সকাল ও বিকেলের অধিবেশন থেকে ল্যাভরভ বেরিয়ে যান।
জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আন্নেলিনা বায়েরবক সকালের অধিবেশনে ইউক্রেনে রাশিয়ার সেনা অভিযান নিয়ে আলোচনার সূত্রপাত করলে ল্যাভরভ বৈঠক ত্যাগ করেন। ইউক্রেনীয় পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবা ভার্চুয়ালি সম্মেলনে যোগ দেওয়ার পর বিকেলের দিকে আবারও অধিবেশন বয়কট করেন ল্যাভরভ।
এ ছাড়া মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন ইউক্রেনে রাশিয়ার ভূমিকা নিয়ে বক্তব্য দেওয়া শুরু করলে রুশ পররাষ্ট্রমন্ত্রীকে অনুপস্থিত দেখা যায়। খবর এএফপি ও রয়টার্সের।
ইউক্রেনে রাশিয়ার সেনা অভিযান শুরুর পর সারা বিশ্বে জ্বালানি খাতে অস্থিরতার পাশাপাশি খাদ্যপণ্যের ব্যাপক সংকট ও মূল্যবৃদ্ধি ঘটেছে। ইউক্রেন ও রাশিয়া বিশ্বের জ্বালানি ও খাদ্যপণ্যের দুই অন্যতম প্রধান সরবরাহকারী। গতকাল শেষ হওয়া জি২০ সম্মেলনে বর্তমান বৈশ্বিক সংকট নিয়ে আলোচনার কথা ছিল।
জি২০ সম্মেলনের পার্শ্বরেখার বিভিন্ন বৈঠকে ল্যাভরভের অংশগ্রহণকে কটাক্ষ করে জার্মান পররাষ্ট্রমন্ত্রী গতকাল সম্মেলনে বলেন, ‘প্রকৃত অর্থে রুশ পররাষ্ট্রমন্ত্রী এখানে এসে বড় একটা সময় ব্যয় করছেন এই কক্ষে নয়, বরং বাইরের বিভিন্ন জায়গায়। এতে বোঝা যায়, রাশিয়ার সরকারের এ মুহূর্তে সামান্য কথা বলারও ইচ্ছা নেই।’
সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন বলেন, ‘আজ এরই মধ্যে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শক্তিশালী একটি আওয়াজ শুনছি... তা হচ্ছে—আগ্রাসন (ইউক্রেন যুদ্ধ) শেষ করার প্রয়োজনীয়তা সম্পর্কে।’
জি২০ জোটের একমাত্র সদস্য সংস্থা ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রবিষয়ক মুখপাত্র নাবিলা মাসরালি বৃহস্পতিবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে এক সংবাদ সম্মেলনে বলেন, ‘জি২০ জোটের সম্মেলনে রাশিয়ার উচ্চ পর্যায়ের রাজনৈতিক অংশগ্রহণ জোটের বিশ্বাসযোগ্যতা, দক্ষতা ও প্রাসঙ্গিকতার জন্য হুমকি হয়ে উঠতে পারে।’
সম্মেলন থেকে বেরিয়ে গিয়ে ল্যাভরভ যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের বিরুদ্ধে বিশ্বের অর্থনৈতিক ইস্যুগুলো এড়িয়ে যাওয়ার চেষ্টা করার অভিযোগ করেন। ল্যাভরভ বলেন, ‘তারা কথা বলা শুরুর মুহূর্ত থেকে রাশিয়ার সমালোচনা করছে।’
রাশিয়া আলোচনার জন্য ওয়াশিংটনের পেছনে দৌড়াবে না উল্লেখ করে তিনি আরো বলেন, ‘আমরা সংলাপ বন্ধ করিনি, তা করেছে যুক্তরাষ্ট্র।’