সাংবাদিক হত্যার জেরে পদত্যাগের ঘোষণা মাল্টার প্রধানমন্ত্রীর
গাড়ি বোমা বিস্ফোরণে অনুসন্ধানী সাংবাদিক নিহত হওয়ার ঘটনার জেরে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মাল্টার প্রধানমন্ত্রী জোসেফ মাসকাট। ২০২০ সালের জানুয়ারির মাঝামাঝি তিনি পদত্যাগ করবেন। রোববার এক বিবৃতিতে পদত্যাগের কথা জানান জোসেফ।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে জানায়, ২০১৭ সালের অক্টোবরে গাড়ি বোমা বিস্ফোরণে নিহত হন ৫৩ বছর বয়সী সাংবাদিক ড্যাফেন কারুয়ানা গ্যালিজিয়া। এর জেরে ব্যাপক সমালোচনার মুখে পড়েন জোসেফ।
দুই বছর আগের ওই হত্যাকাণ্ডের বিষয়টি নতুন করে সামনে এলে রাজনৈতিক ও আইনি জটিলতার মুখে পড়েন জোসেফ। বর্তমানে ওই হামলা মামলার তদন্ত চলছে। এরই মাঝে জোসেফ পদত্যাগের ঘোষণা দিলেন।
তবে আগামী জানুয়ারিতে ক্ষমতাসীন দল লেবার পার্টি তাদের নতুন নেতা নির্বাচিত করা পর্যন্ত জোসেফ প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন।
সাংবাদিক ড্যাফেন মৃত্যুর আগে দেশটির সরকারের দুর্নীতির তদন্ত করছিলেন। তার পরিবার ও বিক্ষোভকারীদের অভিযোগ, হত্যাকাণ্ডের যে তদন্ত চলছে তাতে জোসেফ তাঁর অনুসারীদের বাঁচানোর চেষ্টা চালাচ্ছে।