সাইকেল চালিয়ে হাসপাতালে সাংসদ, হলো কন্যাসন্তান
সন্তান জন্ম দিতে হাসপাতালে ভর্তির প্রস্তুতি নিচ্ছিলেন নিউজিল্যান্ডের গ্রিন পার্টির নেতা ও পার্লামেন্ট সদস্য জুলি অ্যান জেন্টার। গতকাল শনিবার রাতে শরীর খানিকটা খারাপ বোধ করায় সাইকেল চালিয়ে হাসপাতালে রওনা করেন তিনি।
পথেই জুলি অ্যানের প্রসববেদনা শুরু হয়ে যায়। ওভাবেই সাইকেল চালিয়ে হাসপাতালে পৌঁছান। সেখানে এক ফুটফুটে কন্যাসন্তানের জন্ম দেন। খবর রয়টার্সের।
কয়েক ঘণ্টা পর জুলি অ্যান তাঁর ফেসবুক পেজে দেওয়া পোস্টে লেখেন, ‘বড় ঘটনা! দিবাগত রাত ৩টা ৪ মিনিটের দিকে আমাদের পরিবারে নতুন সদস্য এসেছে। প্রসববেদনা নিয়ে সাইকেল চালানোর পরিকল্পনা আমার ছিল না। তবে শেষ পর্যন্ত তেমনটাই ঘটেছে।’
নিউজিল্যান্ড-যুক্তরাষ্ট্রের দ্বৈত নাগরিক জুলি অ্যানের জন্ম মিনেসোটায়। ২০০৬ সাল থেকে নিউজিল্যান্ডে স্থায়ী হন তিনি।
জুলি অ্যান ফেসবুকে আরও লিখেছেন, ‘রাত ২টার দিকে আমরা যখন হাসপাতালের উদ্দেশে রওনা করি, তখন পর্যন্ত আমার শারীরিক অবস্থা অতটা খারাপ ছিল না। তবে রওনা করার দু-তিন মিনিট পরই ব্যথা শুরু হয়ে যায়। আর হাসপাতালে পৌঁছানোর ১০ মিনিট পর ব্যথা তীব্র হয়ে যায়।’
সদ্যোজাত কন্যাসন্তান সুস্থ আছে। সে দেখতে বাবার মতো দেখতে হয়েছে বলে জানান জুলি।
নিজ দল গ্রিন পার্টির পরিবহণবিষয়ক মুখপাত্র জুলি অ্যান। আগে থেকেই সাইকেলপ্রেমী হিসেবে পরিচিত তিনি। তাঁর ফেসবুক প্রোফাইলের ছবিতে লেখা আছে ‘আমি বাইসাইকেল ভালোবাসি’।