সাবেক সহকর্মীর সঙ্গে সম্পর্কের জেরে টরন্টোর মেয়রের পদত্যাগ
সাবেক সহকর্মীর সঙ্গে সম্পর্কের কথা স্বীকার করে পদত্যাগের ঘোষণা দিয়েছেন কানাডার শহর টরন্টোর মেয়র জন টোরি (৬৮)। খবর বিবিসির।
টরন্টো স্টার সংবাদপত্রে ৩১ বছর বয়সি নারী সহকর্মীর সঙ্গে সম্পর্কের তথ্য দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। এরপরই হঠাৎ পদত্যাগের ঘোষণা দিলেন মেয়র। তবে ওই প্রতিবেদনে মেয়রের সাবেক সহকর্মীর নাম উল্লেখ করা হয়নি।
পদত্যাগের ঘোষণার সময় জন টোরি বলেছেন, কোভিড-১৯ মহামারিকালে সম্পর্কের শুরু এবং এ বছর উভয়ের সম্মতিতে তা শেষও হয়ে যায়। তিনি ওই প্রতিবেদনকে ‘সম্পর্ক নিয়ে মারাত্মক অবিচার’ হিসেবে আখ্যায়িত করেছেন।
বিবৃতিতে জন টোরি বলেন, ‘আমি আন্তরিকভাবে দু:খিত, টরন্টোর মানুষজনসহ যারা আমার আচরণে কষ্ট পেয়েছেন আমি তাদের কাছে আমি ক্ষমা চাইছি। বিশেষ করে আমি আমার স্ত্রী বার্বকে সবার চেয়ে ছোট করেছি, তাঁর কাছে এবং আমার পরিবারের লোকজনের কাছে ক্ষমা প্রার্থনা করছি।’
তিনি আরও বলেন, ‘আমি গভীরভাবে অনুশোচনা করছি যে, টরন্টো এমন একটি শহর যাকে আমি খুব ভালোবাসি এবং এখন চাকরি থেকে সরে যেতে হচ্ছে।’
তিনি নির্বাচনে ডগ ফোর্ড ও অলিভিয়াকে পরাজিত করে ২০১৪ সালে মেয়র হন। ২০১৮ সালে তৃতীয় মেয়াদে দ্বায়িত্ব পান।
খবরে বলা হয়, পরবর্তীতে উপনির্বাচনের মাধ্যমে মেয়র নির্বাচন করা হবে।