স্বাস্থ্য সরঞ্জাম কেনায় দুর্নীতি, জিম্বাবুয়ের স্বাস্থ্যমন্ত্রী গ্রেপ্তার
মহামারি করোনাভাইরাস মোকাবিলায় স্বাস্থ্য উপকরণ কেনায় দুর্নীতির অভিযোগে জিম্বাবুয়ের স্বাস্থ্যমন্ত্রী ওবাদিয়াহ মোয়োকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনার জেরে তাঁকে শনিবার আদালতে হাজির করার কথা রয়েছে।
তাঁর বিরুদ্ধে ড্রাক্স ইন্টারন্যাশনাল নামে একটি প্রতিষ্ঠানকে অনিয়মের মাধ্যমে করোনা মোকাবিলায় প্রয়োজনীয় জরুরি ওষুধ ও ব্যক্তিগত সুরক্ষা উপকরণ (পিপিই) সরবরাহে ৪২ মিলিয়ন ডলারের কাজ পেতে সাহায্য করার অভিযোগ উঠেছে।
দেশটির দুর্নীতি দমন কমিশনের মুখপাত্র জন মাকামুরে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মোয়োকে হারারের রোডেসভাইল পুলিশ স্টেশনে রাখা হয়েছে।
এ ঘটনায় ড্রাক্স ইন্টারন্যাশনালের স্থানীয় প্রতিনিধিকেও গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। এর আগে জিম্বাবুয়ের সাবেক পর্যটনমন্ত্রীকে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল।