হায়া সোফিয়াকে মসজিদে রূপান্তরের সিদ্ধান্তে ইইউর নিন্দা
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/07/14/haya-sufiya.jpg)
ষষ্ঠ শতাব্দীতে তৈরী তুরস্কের রাজধানী ইস্তানবুলের হায়া সোফিয়াকে মসজিদে রূপান্তর করার সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
সোমবার বেলজিয়ামের ব্রাসেলসে অনুষ্ঠিত ইইউর এক বৈঠকে পররাষ্ট্রমন্ত্রীরা বলেন, ‘এটি অনিবার্যভাবে অবিশ্বাসকে বাড়িয়ে তুলবে, ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে পুনরায় বিভাজন সৃষ্টি করবে এবং সংলাপ ও সহযোগিতার প্রচেষ্টাকে ক্ষতিগ্রস্ত করবে।’
এর আগে গত শুক্রবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান হায়া সোফিয়া জাদুঘরটি মসজিদে রূপান্তর করার জন্য আঙ্কারার উদ্দেশ্য সম্পর্কে ক্রমবর্ধমান সমালোচনার নিন্দা করে বলেছেন, ‘হায়া সোফিয়ার উপর আমাদের দেশের বিরুদ্ধে অভিযোগের অর্থ আমাদের সার্বভৌমত্বের অধিকারের উপর প্রত্যক্ষ হামলা।’
এরদোয়ান বলেন, ‘আমরা মুসলমানদের অধিকার, আমাদের দেশে আধিপত্যবাদী বিশ্বাস এবং অন্যান্য ধর্মের অধিকার রক্ষা করব।’
করোনাভাইরাস মহামারি শুরু হওয়ার পর ব্রাসেলসে অনুষ্ঠিত ইইউর পররাষ্ট্রমন্ত্রীদের এটি ছিল প্রথম বৈঠক।
এদিকে, এক সময় গির্জা থাকা হায়া সোফিয়াকে মসজিদে রূপান্তরের এ সিদ্ধান্ত গভীর হতাশার জন্ম দিয়েছে খ্রিস্টানদের মধ্যে।