হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে আফগান সামরিক বাহিনীর ৯ সদস্য নিহত
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2021/03/18/45233578_303.jpg)
আফগানিস্তানের মধ্যাঞ্চলে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সামরিক বাহিনীর নয়জন সদস্য নিহত হয়েছেন। বুধবার রাতে এ ঘটনা ঘটেছে বলে বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।
এতে বলা হয়েছে, ময়দান ওয়ারদাক প্রদেশে হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনাটি ঘটেছে। এতে যানটির ক্রু সদস্য ও আরোহী স্পেশাল ফোর্সের সদস্যদের মৃত্যু হয়েছে।
হেলিকপ্টারটি কী কারণে বিধ্বস্ত হয়েছে তারা তা তদন্ত করে দেখছে বলে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।
বিমান বাহিনীর একটি সূত্র ও ময়দান ওয়ারদাক প্রদেশের একজন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, উড্ডয়নকালে একটি রকেটের আঘাতে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/infograph/public/images/2021/03/18/capture.jpg 610w)
কারা রকেটটি ছুঁড়েছিল তা পরিষ্কার হয়নি ও কোনো গোষ্ঠী এর দায়ও স্বীকার করেনি।
বিমান বাহিনীর সূত্রটি রয়টার্সকে বলেছে, হেলিকপ্টারটি সরবরাহ মিশনে ছিল এবং ঘটনার সময় এটি সামরিক বাহিনীর নিহত একজন সেনার মৃতদেহ ও আহত সদস্যদের বহন করে নিয়ে যাচ্ছিল।
বৃহস্পতিবার সকালে দেশটির রাজধানী কাবুলে বোমা বিস্ফোরণের এক ঘটনায় একটি সরকারি বাসের তিন আরোহী নিহত ও আরও ১১ জন আহত হয়েছেন।