১৫০ সন্তানের গর্বিত বাবা জো!
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/10/02/120749544_3375633282515629_2785242651299280307_n.jpg)
নাম তাঁর জো এবং বয়স ৪৯। এরই মধ্যে বিশ্বজুড়ে ১৫০ সন্তানের বাবা হয়ে আলোচনায় উঠে এসেছেন মার্কিন এই নাগরিক। শুধু লকডাউনেই পাঁচ সন্তানের ‘পিতা’ হয়েছেন জো।
আমেরিকা, আর্জেন্টিনা, ইতালি, সিঙ্গাপুর, ফিলিপাইনসহ বিভিন্ন দেশে গিয়ে স্পার্ম ডোনেট করেন তিনি। ২০০৮ সালে তিনি এই কাজ শুরু করেন। এত দিন তিনি যে ১৫০ জনকে স্পার্ম দিয়েছেন তাঁদের মধ্যে অর্ধেক নারীকে দিয়েছেন কৃত্রিমভাবে। বাকিদের সরাসরি স্পার্ম ডোনেট করেছেন তিনি।
এদের মধ্যে অনেক নারীই বিবাহিত এবং তাঁদের স্বামীরা সন্তান জন্মদানে অক্ষম। করোনাও তাঁকে আটকাতে পারেনি। এই মহামারির মধ্যেও কাজ চালিয়ে গেছেন পুরোদমে।
জো জানান, লকডাউনেও থেমে থাকেননি তিনি। লকডাউনের সময়টাতে তিনি ছয়জনকে স্পার্ম ডোনেট করেছেন। তাঁদের মধ্যে পাঁচজন বর্তমানে গর্ভবতী। আর একজন এরই মধ্যে সন্তানের জন্ম দিয়েছেন।
জো জানিয়েছেন, ২০২০ সালে মোট ১০ জন নারীকে স্পার্ম ডোনেট করবেন। পাঁচজনকে স্পার্ম দিয়েছেন এবং এ সপ্তাহে আরো পাঁচজনকে স্পার্ম দেওয়ার জন্য বর্তমানে তিনি লন্ডনে আছেন।
জো লকডাউনের পুরো সময়টাই আর্জেন্টিনায় ছিলেন। সেখানে কয়েকজন নারীকে স্পার্ম দিতে গিয়েছিলেন। কিন্তু সেখানে গিয়ে লকডাউনে আটকে পড়েন তিনি।
জো বলেন, ‘সারা বিশ্বে ১৫০ শিশুর বাবা আমি। চলতি বছরে আমার ডোনেট করা স্পার্মে ১০ জন নারী গর্ভবতী হয়েছেন। একটি শিশু দিন কয়েক আগে জন্মগ্রহণ করেছে। করোনার জন্য আমি একটু স্লো হয়েছিলাম বটে! তবে থেমে যাইনি।’