৫ বছরের কম বয়সিদের জন্য কোভিড টিকার অনুমোদন চাইল ফাইজার
ছয় মাসের বেশি এবং পাঁচ বছরের কম বয়সি শিশুদের জন্য কোভিড টিকা ব্যবহারে মার্কিন স্বাস্থ্য কর্তৃপক্ষের জরুরি অনুমোদনের আবেদন করেছে ওষুধ প্রস্তুতকারী দুই প্রতিষ্ঠান ফাইজার ও বায়োএনটেক।
বার্তা সংস্থা এএফপির বরাতে সংবাদ সংস্থা বাসস এ খবর জানিয়েছে।
মার্কিন ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) অনূর্ধ্ব পাঁচ বছর বয়সিদের জন্য ফাইজারের দুই ডোজ টিকার অনুমোদন দিলে তা হবে যুক্তরাষ্ট্রে এ বয়সি শিশুদের জন্য প্রথম কোভিড টিকা। অনুমতি পেলে তা কম বয়সি মার্কিনিদের জন্য মার্চের প্রথম দিকে ডোজ নেওয়া শুরু করার পথ খুলে দিতে পারে।
এফডিএ ফাইজার এবং তার অংশীদার বায়োএনটেককে টিকা শিশুদের জন্য নিয়ে পরিকল্পনার আগে আবেদন করার জন্য অনুরোধ জানিয়েছিল।
স্থানীয় সময় মঙ্গলবার ফাইজার ও বায়োএনটেক জানায়, তারা এফডিএ’র অনুরোধের পরিপ্রেক্ষিতে তাদের আনুষ্ঠানিক আবেদন জমা দেওয়ার কাজ এরই মধ্যে শুরু করেছে। এমন ঘোষণা দেওয়ার পরপরই টুইটারে দেওয়া এক বার্তায় এফডিএ জানায়, তারা এ আবেদন বিবেচনা করার ব্যাপারে দুই সপ্তাহের মধ্যে (আগামী ১৫ ফেব্রুয়ারি) বৈঠক করবে।
এফডিএ’র ভারপ্রাপ্ত প্রধান জানেট উড কক বলেন, ‘এ বয়স গ্রুপের শিশুর জন্য একটি নিরাপদ ও কার্যকরী টিকা পাওয়া হচ্ছে এ সংস্থার অগ্রাধিকার।’ তিনি আরও বলেন, করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়্যান্টের সংক্রমণ সাম্প্রতিক সময়ে অনেক বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে এফডিএ এ আবেদনের অনুরোধ জানায়।
ওমিক্রন ভ্যারিয়্যান্টে আক্রান্ত হয়ে রেকর্ডসংখ্যক তরুণ আক্রান্ত হওয়ার ঘটনায় মার্কিন অভিভাবকেরা তাদের পাঁচ বছরের কম বয়সি শিশুদের টিকা দেওয়ার বিষয়ে দাবি জানিয়ে আসছেন।
নিউইয়র্ক সিটির শিশু বিশেষজ্ঞ ড. ড্যান হেস বলেন, ‘আমি বলব আমার অফিসের মা-বাবারা ছোট বাচ্চাদের টিকা দেওয়ার জন্য উন্মুখ। দেখা হলেই সবাই প্রথমেই জিজ্ঞেস করেন—ডোজটি কবে দেওয়া হবে বলে মনে করেন আপনি?’
এফডিএ জানিয়েছে, ফাইজারের তথ্য পর্যালোচনা করার জন্য ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে স্বাধীন গবেষক ও চিকিৎসকদের নিয়ে একটি প্যানেল আহ্বান করা হবে।